আমাদের কথা খুঁজে নিন

   

গাধা ও মুলার ট্রাজেডি এবং যুদ্ধাপরাধীর বিচার

"মানুষ মানুষের কাছে শ্রেষ্ঠ সমুন্নত জীব , ধ্বংশ ও উৎখাত করো অতীতের সেই সব সম্পর্ক - যেখানে মানুষ হয়ে আছে হেয় ঘৃণিত এবং দাসে পরিণত " এক চাষীর একটি গাধা ছিলো। বড়ো বেয়াড়া । চাষী চড়ে বসলে গাধা আর এক পা এগোতে চাইতো না। তো সেই চাষী করলো কি , একটি লম্বা বাঁশ নিলো , এর একপ্রান্তে ধরে থাকলে সেটার অন্যপ্রান্ত গাধার মুখ পর্যন্ত গিয়ে পৌঁছাত । বাঁশের সেই প্রান্তে চাষী বাধলো একটা বড়ো সাইযের মুলা ।

গাধা এবার প্রাণপণ চেষ্টা করে মুলা খেতে - আর এক পা একপা করে দ্রুত এগিয়ে যায় । গন্তব্যে পৌঁছালেই চাষী মুলা তুলে নেয় । আসার পথে সেই একি কৌশল । বলছিলাম পলাতকের রায় হয় - মানে হচ্ছে ,এক লক্ষ তিরান্নব্বই হাযার সাক্ষী লাগে , ৭২ এর সংবিধানের মুলা, ধর্মনিরপেক্ষতার মুলা , সুশিক্ষার মুলা , সুস্থ রাজনৈতিক পরিবেশের মুলা , ... ভাইসব একটা কথা আছে হিন্দীতে ; আক্‌লমন্‌দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। অর্থাৎ বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ঠ ।

আমি নৈরাশ্যবাদী না দাদা , বাস্তববাদী । ভুল বুঝবেন না । কে কি পারে সেটা তো আমরা কম বেশি আন্দায করতে পারি । সেটা অতো দরকারী নয় যতোটা দরকারী এটা জানা যে , সে যে পারলো কেন পারলো। যা পারতে চায় না কেন চায় না।

সবশেষে এটা কারা মনেপ্রাণে পারতে চায় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।