আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ১৯মার্চ১৯৭১ । জয়দেবপুরের পথ ধর , বাংলাদেশ স্বাধীন কর ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

১৯ মার্চ ১৯৭১ । আজকের এই উত্তাল দিনটিতেই প্রথম জয়দেবপুরের রাজ বাড়ীতে অবস্হিত পাকিস্তান সেনাবাহিনীর ইষ্টবেঙ্গল রেজিমেন্টের বাঙালী সৈন্যরা মেজর কে এম সফিউল্লার নেতৃত্বে প্রথম বিদ্রোহ করে । পাকিস্তানী সামরিক জান্তা ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর বাঙালী সেনাদের অস্র কেড়ে নিতে চাইলে বীর বাঙালী সেনারা তা প্রতিহত করেন । এ ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পরে চারদিকে । টঙ্গী এবং জয়দেব পুরের আশেপাশের হাজার হাজার মানুষ শক্ত বেরিকেড তৈরী করেন জয়দেবপুর মোড়ে ।

যাতে পাক বাহিনী হামলা করতে না পারে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর বাঙালী সৈনিক দের উপর । দুপুরের পর পাক হানাদার বাহিনী ব্যারিকেড দেয় জনতার উপর মেশিনগান দিয়ে নির্বিচারে গুলি চালায় । এতে শহীদ হন অনেক মানুষ । প্রতিবাদ হিসাবে সেখানকার মানুষ শ্লোগান উঠে , '' জয়দেব পুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর '' । বলতে গেলে ঐ সময় থেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় ।

জয়দেবপুরে পাক হানাদার বাহিনী নিরস্র জনতার উপর গুলি চালানোর খবর রাজধানীতে পৌছালে হাজার হাজার মানুষ'' জয় বাংলা''শ্লোগান দিয়ে রাজ পথে নেমে আসে । শ্লোগান উঠে ,'' পাকিস্তানের মুখে লাথি মার , বাংলাদেশ স্বাধীন কর '' । ''স্বাধীন , স্বাধীন , স্বাধীন কর, বাংলাদেশ স্বাধীন কর'' । বিকেলে জনতার উত্তাল ঢেউ এগিয়ে যায় ধানমন্ডি বত্রিশ নং সড়কের বাড়ীর দিকে । জনতার উত্তাল তরঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাঁর বজ্রকঠিন কনঠস্বরে পাক সামরিক জান্তার উদ্দেশ্যে গুলিবর্ষনের বিরুদ্ধে হুশিয়ারী উচ্ছারন করে ঘোষনা করেন ,'' বুলেট দিয়ে কখনও বাঙালীকে দাবায়ে রাখা যাবেনা'' ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।