ক্যাফের অল্প সময়ে মন্তব্যের উত্তর দিতে পারিনা, কিন্তু প্রতিটি মন্তব্য আমাকে ভীষন ভাবে আন্দোলিত করে, প্রভাবিত করে ।
মাননীয় মইনুল হোসেন
বাংলাদেশের এখনকার দিনগুলোর জন্য আপনার বিচক্ষনতা অত্যন্ত জরূরী । আপনার বক্তব্য আর মন্তব্য ই প্রমান করে আপনি এই সময়ের কর্তব্য নিয়ে খুব ভাবেন । আপনার মতো স্বচ্ছল আর জ্ঞানী বাঙালীর কাছ থেকে দেশ বাসী এমনটাই আশা করে ।
তাই অপনার একটি বক্তব্য বা মনোভাব সম্পর্কে কিছু বলতে চাচ্ছি ।
আপনি প্রায়ই বলেন স্বল্প সময়ের মধ্যে আপনারা অনেক কিছু করতে পারবেন না । যদিও এর মধ্যেই আপনারা অনেক বেশী কাজ করতে সমর্থ হয়েছেন, তার পরেও আরো কিছূ কাজ আপনারা অন্তত শুরূ করতে পারেন । তাতেও দেশের অনেক উপকার হবে । এ জন্য আপনাদের কার্যাবলী কে দু ভাগে ভাগ করে নিতে পারেন । এক ভাগে যে কাজ গুলো আপনাদের সময় কালেই শেষ করতে পারবেন আর অন্য ভাগে যে কাজ গুলো আপনারা শুরু করতে পারবেন কিন্তু শেষ করতে পারবেন না ।
তত্বাবধায়ক সরকারের কর্মকান্ড আর যৌথ বাহিনীর অভিযান দুটোকে এক দৃষ্টিতে না দেখলে আপনারা আরও বেশী কিছু দেশ বাসীকে দিতে পারবেন বলে মনে হয় । অপারেশান ক্লিনহার্ট, র্যাবের ক্রসফায়ার, অপারেশান রটেন ভি আই পি হান্ট, দূর্ণীতি বিরোধী অভিযান, অপারেশান ন্যায্যমূল্য, অপারেশান ডালভাত ইত্যাদি অভিযান গুলো মূলত সসস্ত্র বাহিনীর অধীন চলমান প্রকৃয়া, যে কোন সরকারের আমলেই চলবে । আর যথার্থ জাতীয়নিরাপত্বা কাউনিসল গঠিত হলে ওগুলো আরও নির্বিঘন হবে । কাজেই যে সব কাজ আপনারা স্বল্প সময়ে শেষ করতে পারবেন না সে গুলো আপনারা শুরু করে যৌথ বাহিণীর কাছে এর দায়িত্ব ন্যাস্ত করলেই তা সময় মতো সুষ্ঠু ভাবে শেষ হবে ।
তবে আঈন এক্ষেত্রে বাধা হয়ে দাড়াচ্ছে ।
তাই সেনা বাহিণী প্রধানের আঈন জীবিদের কাছে আইণী সহায়তার আহবান কে ও গুরুত্ব দেয়া প্রয়োজন । আমাদের দেশে তো বটেই ইউরোপ আমেরিকাতেও আঈন নির্দোষ দের চেয়ে দোষী দের অব্যহতির জন্যই এখন বেশী কাজে লাগছে । তাই আঈনের চেয়ে ব্যাক্তি বা ঐ ব্যাক্তি পরিচালিত প্রতিষ্ঠানকে বেশী গুরুত্ব দিতে হবে । অপারেশান ক্লিন হার্ট থেকে শুরু করে অপারেশান ডালভাত পর্যন্ত ক্রমান্বয়ে কর্মকান্ড গুলো সুনির্দিষ্ট আর নির্ভুল হচ্ছে । তাই আপনারা আরও অনেক কাজ নির্দিধায় শুরুকরতে পারেন যে গুলো যৌথ বাহিনী সম্পন্ন করতে পারবে ।
এতে আপনারা দেশকে আরও অনেক টা এগিয়ে দিতে পারবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।