ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
ধুন্দুমার ব্যস্ততা যাচ্ছে। হারামী পাকিস্থানী প্রফেসর কাজের উপর কাজ চাপাচ্ছে, উলটো কাজগুলোকে বাচ্চাদের কাজের মতো হয়েছে বলে অপমান করছে আর মেজাজটা গরম করিয়ে দিচ্ছে। সকাল বেলা নাকে মুখে কিছু গুঁজে এসে বসি কম্পিউটারের সামনে। গভীর রাত পর্যন্ত যুদ্ধ শেষে ঘরে ফিরি। ফিরে পুরোনো অভ্যাসে জাঙ্ক খাবার।
পেশাপ করার সময় পা দেখতে পাইনা দেখে বুঝতে পারি আবার ভুঁড়ি বাড়ছে। ক্লান্ত লাগে, ভীষন ক্লান্ত। ব্যাস্ততা আমাকে দেয়না অবসর।
ভীষন অসহায় লাগে। ভবিষ্যত কিঞ্চিত অনিশ্চিত।
কয়েকটি ইউনিভার্সিটিতে পিএইচডি এডমিশনের জন্য এপ্লাই করেছিলাম। রিজেকশন লেটার এসেছে একটা থেকে। চাকরীরর জন্য খোঁজখাজ শুরু করতে হবে, হচ্ছেনা সেটাও। কবে মাস্টর্াস শেষ হবে সেটাও অনিশ্চিত হয়ে পড়ছে। মনে হচ্ছে আমার চারধার থেকে সব কিছু সাঁ সাঁ করে ছুটে যাচ্ছে, আর আমি নিশ্চল নিথর পড়ে আছি।
ব্যাস্ততা আমাকে দেয়না অবসর।
তবুও ব্রাউজার খুলে মনের অজান্তেই টাইপ করে ফেলি সামহোয়্যারের ঠিকানা। টুকটাক করে পড়ে চলি একটানা অনেকক্ষন। অনেক কিছু লিখতে হাত নিশপিশ করে কিন্তু ব্যাস্ততা আমাকে দেয়না অবসর।
তাই বলে ভেবনা আমায় স্বার্থপর।
লিখব আমি, লিখব মন ভরে - শিঘ্রী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।