আমাদের কথা খুঁজে নিন

   

হিটলারের হিটলারি

নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে.....।

হিটলার ও তার নাংসি বাহিনী যখন ইহুদিদের ধরে মর্মান্তিকভাবে মৃত্যুদন্ড দিচ্ছিল,এটি সেই সময়কার কাহিনী। একবার রাতে ছদ্দবেশে বার্লিনে বেড়াতে এসে ঘুরতে ঘুরতে পা পিছলে তিনি রাইন নদীতে পড়ে গেলেন। হিটলার সাঁতার জানতেন না। তাই নদীতে পড়ে হাত -পা ছোড়াছুড়ি আর চিৎকার শুরু করলেন।

খাবি খেতে খেতে বাঁচাও বাঁচাও বলে চেচাঁচ্ছি্লেন তিনি। দুর্ভাগ্যক্রমে সেই পথ দিয়ে যাচ্ছিল এক ইহুদি ছেলে। সে পানিতে ঝাঁপিয়ে পড়ে হিটলারকে টেনে পাড়ে তুলল। পাড়ে উঠেই হিটলার ছেলেটিকে বললেন "তুমি জান আমি কে? আমি হচ্ছি এডলফ হিটলার। তোমার নাম কি?" ছেলেটি নিজের নাম বলতেই হিটলার বললেন, 'ও তুমি তাহলে একজন হিহুদি।

আমার উচিৎ এই মুহুর্ত্তে তুমাকে হত্যা করা। কিন্তু তুমি যেহেতু আমার জীবন বাচিঁয়েছো, আমি তুমার একটি ইচ্ছে পূরণ করবো। বলো তুমি কি চাও?' ছেলেটি বললো আপনি শুধু আমার বাবাকে বলবেননা যে আমি আপনাকে বাঁচিয়েছিলাম। এই কথা শুনে হিটলার ছেলেটির দিকে হা করে তাকিয়ে থাকলো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.