আমাদের কথা খুঁজে নিন

   

কালিয়াকৈরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৬

গাজীপুরের কালিয়াকৈরে আজ সন্ধ্যায় স্থানীয় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। এতে অন্তত ছয় জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে।
 
বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজশাহী যাওয়ার সময় দলের নেতাকর্মীরা আজ সন্ধ্যায় অভ্যর্থনা জানানোর জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর বাজার এলাকায় সড়কের দু'পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে।
 
দুপুরের পর থেকেই ওই এলাকায় বিএনপি থেকে বহিষ্কৃত স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানবীর আহম্মদ সমর্থকরাও তানবীরের ছবি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে।  এ সময় তানবীর সমর্থক বাদশা মিয়ার সঙ্গে অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিকর্মী রবিন ও ফরহাদের কথা কাটাকাটি হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে তানবীর সমর্থকদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এ সময় অন্তত ছয় জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.