গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক শিল্পাঞ্চলের তেলিরচালা এলাকা থেকে আজ তিন ককটেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের তল্লাসী করে ৬টি ককটেল উদ্ধার করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলার প্রস্তুতি চলছে।
গেফতারকৃতরা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (২২), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রমাটিয়া (মুকন্দগাতী) এলাকার শফিকুর সরকারের ছেলে অনিক (২৩) ও শরিয়তপুরের ঝাজিরা থানার ইসহাক মাতবরকান্দি এলাকার রুহুল আমিনের ছেলে উজ্জল মিয়া (২২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার পাশে সোহেল, অনিক ও উজ্জল ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে ককটেল বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের তল্লাশী চালিয়ে তাদের হেফাজত থাকা ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত ককটেলগুলি পানি ভর্তি বালতিতে রেখে নিঃষ্কৃয় করা হয়।
আটককৃতরা উপজেলার তেলিরচালা এলাকার জামালের বাড়ীতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে এলাকায় ককটেলের ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।