গাজীপরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটী এলাকায় ছিদ্দিক আলীর বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৩৫ টি টিনের ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি। ওইসব ঘরে বিভিন্ন পোশাক কারখানার ভাড়াটিয়ারা বসবাস করত।
কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে তাত্ক্ষনিক ভাবে সহযোগিতা প্রদান করা হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৈদ্যুতিক স্পার্কিং থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে কালিয়াকৈরের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বেলা সাড়ে ১১টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়েছে।
কালিয়াকৈর পৌরসভা মেয়র মজিবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতি গ্রস্থরা তাৎক্ষনিক ভাবে কিছু কেনা কাটা করার জন্য প্রত্যেক পরিবারকে এক হাজার করে ৩৫ হাজার টাকা ও একটি করে কম্বল বিতরণ করা হয়েছে এবং আজ দুপুরে ও রাতে পৌর সভার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আবেদন সাপেক্ষে পূর্ণবাসনের জন্য অনুদানের ব্যবস্থা করা হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।