আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে ফের অসন্তোষ, কালিয়াকৈরে কারখানা ছুটি

পোশাক শ্রমিকরা কালিয়াকৈর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।   
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, আগের দিনের রেশ ধরেই কালিয়াকৈর উপজেলার মৌচাক পল্লী বিদ্যুৎ এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এটিএস, সেজাপ স্যুয়েটার, ইন্টার স্টপসহ কয়েকটি কারখানায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।    
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এসে কর্মবিরতি শুরু করে। এরপর বিক্ষোভ করেতে করতে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়।
এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


পরে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষাব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সকাল ১০টার দিকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগেই পরিস্থিতির অবনতি ঠেকাতে কারখানাগুলোতে মঙ্গলবার ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
আগের দিন সোমবারও শ্রমিক বিক্ষোভের কারণে এসব কারখানায় ছুটি দেয়া হযেছিল।
এএসপি মোশারফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় বাড়তি পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.