আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকান সাম্রাজ্যবাদের শকুন দৃষ্টি এবার বাংলাদেশের দিকে !!!!

সামনে পরীক্ষা , সবার দোয়া প্রার্থী collected from বিবাগী বাউল আমি উন্নয়ন চাই, কিন্তু সাম্রাজ্যবাদীদের উন্নয়ন দর্শনের উপর ভিত্তি করে যে উন্নয়ন তারে ভয় পাই, সাম্রাজ্যবাদীদের উন্নয়ন কর্মসূচী মানেই আপনারে, আপনার দেশরে ওরা ১০০% দাস রাষ্ট্রে পরিণত করবে, জাতীয় উন্নয়নের জিগির তুলে ওরা দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ নীতি , নিরাপত্তারে পুরা ধংস কইরা বৈশ্বিক লুণ্ঠনের ক্ষেত্র প্রস্তুত করবে! তাই যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান যখন বলেন , “বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বার্ষিক উন্নয়ন বাজেট ২০ কোটি ডলার, যা আফগানিস্তান ও পাকিস্তানের পরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উন্নয়ন কর্মসূচি” আমার তখন কেবলি ভয় হয় আমরা কি তবে পাকিস্তান আর আফগানিস্তানে চলমান ওয়ার অন টেরর প্রজেক্টের মত মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী প্রকল্পের নয়া ক্ষেত্রে পরিনত হয়ে গেলাম নাকি? অর্থের মুলা ঝুলিয়ে বাংলাদেশে মার্কিন আধিপত্য ১৬ আনা বিস্তারের প্রজেক্ট হাতে নিল নাকি আম্রিকা! এইসব উন্নয়ন বাজেট এর মুখে থুথু মারি, পাকিস্তান আর আফগানিস্তানরেও আম্রিকা উন্নয়নের নামে ধংসস্তুপ বানাইছে, এবার বাংলাদেশের দিকে নজর দিছে আম্রিকা! বাংলাদেশের সাথে ১৯৮৬ সালের দ্বিপক্ষীয় চুক্তি, হানা (হিউম্যানেটারিয়ান এসিস্ট্যান্ট নিডস এগ্রিমেন্ট) চুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান্ত চুক্তি, সোফা চুক্তি (US Serviceman Protection Agreement) এবং মেমোরেন্ডাম অব ইনটেন্ট (এমও আই) এসব সাম্রাজ্যবাদী হেজিমনিক চুক্তির পর আকসা আর টিকফা চুক্তি স্বাক্ষরের জন্য মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র! ইতোমধ্যে ঢাকায় এফবিআই এর অফিস খোলার চুক্তি সম্পন্ন করে ফেলল, চলছে চাটগাঁ এ বন্দর দখলের চেষ্টা আর বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়ার পাঁয়তারা, সব মিলিয়ে বাংলাদেশ সামনে যুক্তরাষ্ট্রের নতুন ওয়ার অন টেরর ভূমি হওয়ার আশঙ্কা দানা বাঁধছে, আর এসব কিছুকেই জায়েজ করা হবে বার্ষিক উন্নয়ন বাজেট ২০ কোটি ডলার দিয়ে, এদেশের সুশীলরা বলবেন ভালোই তো বেবাক উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ তার বিনিময়ে মার্কিনীদের সব চুক্তিতে সই করে দিলেই তো হয়! পাকিস্তানে আমরা দেখেছি এক দিকে কোটি কোটি ডলার মার্কিন সাহায্য অন্যদিকে মার্কিন ড্রোণ হামলা! তাই সাধু সাবধান! উন্নয়নের গাল ভরা সাম্রাজ্যবাদী বয়ানে বেঘোর না হয়ে মেরুদণ্ড সোজা করার চিন্তা করেন, নাইলে এই উন্নয়ন আপনার সামগ্রিক অবনয়নের হাতিয়ার হয়ে কাজ করলে ধংসযজ্ঞ ছাড়া আমাদের পাওয়ার আর কিছুই থাকবে না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.