আমাদের কথা খুঁজে নিন

   

মাতা, ভিক্ষা দাও:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

সৈয়দ শামসুল হকের এই কবিতাটি খুব সময়োপযোগী মনে হলো। "অন্ধত্ব অনেক মতো: প্রথমত ইন্দ্রিয় বিনাশ। জ্বলো, জ্বলো, জ্বলে ওঠো চোখ... আমাকে দেখতে দাও, জ্বলো চোখ, আমার দু'চোখ.. ...মাতা, ভিক্ষা দাও দেখার দু'চোখ\" আজকে জাতির জনক শেখ মুজিবর রহমানের 7ই মার্চের ভাষণ নিয়ে লিখব। ভাবনাটা হঠাৎ করেই আসেনি। ইতিহাস বিস্মৃত ও নির্বোধ মননের ধারকদের জন্য আজকে 7ই মার্চের ভাষণটা আবারও আত্মস্থ করার আর গভীরভাবে উপলদ্ধি করার খুব দরকার।

স্বাধীনতা সংগ্রামের উদ্দীপ্ত ডাক সাড়ে সাত কোটি জনতাকে একএিত করেছিল। ঐক্যবদ্ধ করেছিল। জাতির জনকের সেই বজ্রকন্ঠের অভাব খুব বেশী অনুভূত হচ্ছে। হঠকারিতার বাণিজ্যে এখন এখানে যোদ্ধার চেয়ে শকুনেরা বেশী আসন খুঁজে পায়। ইতিহাসের ভাগাড় থেকে উঠে এসে বর্তমানের মাটিতে হামাগুড়ি দিয়ে বেড়ায়।

সোঁদা মাটিতে শহীদি রক্তের নোনা স্বাদ নিতে বারবার এরা আসে নতুন নতুন সাজে। সাজে দেশপ্রেমী। সাজে জাতীয়তাবাদী। সাজে জেহাদী। অন্ধত্ব এখানে প্রবলভাবে শাসন করে।

অন্ধত্বের মাঝে অন্ধকারের জীবগুলো স্বাচ্ছন্দ্যবোধ করে। নড়ে চড়ে বসে। জাতীয়তাবাদী আঁচলের আড়াল থেকে মুক্তিযুদ্ধের চেতনা কপচায়। মুক্তিযুদ্ধের চেতনার ময়ুরপুচ্ছ ধারণ করে ময়ূর নৃত্য মঞ্চস্থ করে। যুদ্ধাপরাধী রাজাকারদের বিচারের ডাক আসলে রাজনীতির সীমানা দিয়ে বিভক্তি টানতে চায়, বিভ্রান্ত করতে চায়।

যুদ্ধাপরাধীদের বিচারকে অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় ঐতিহাসিক দাবী বলে লেজ গুটিয়ে পালায় এই কাপুরুষের দল। উচ্ছিস্টভোগী শকুনের দল!!! তাই, 7ই মার্চে আলো চাই। জাতীয় অন্ধত্ব নিবারণ প্রকল্প চাই। ঘরে ঘরে প্রতিটি প্রাণবন্ত সুস্থ বিচারবুদ্ধিসম্পন্ন নাগরিকের মাঝে 7ই মার্চের ঘোষণাকে ছড়িয়ে দিতে চাই। "এবারের সংগ্রাম শুধু স্বাধীনতার সংগ্রাম"- এ দেশে এই উচ্চারনকে অন্ধত্ব নিবারনের জন্য উৎসর্গ করতে চাই।

মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত মানুষ চাই। যারা হবেন ইতিহাস সচেতন। যারা হবেন দেশপ্রেমিক। যারা হবেন নতুন যোদ্ধা। আর অপেক্ষা নয়।

আমাদের সময়কালের যোদ্ধা এক নতুন প্রজন্মের পদধ্বনি শুনি যারা ইতিহাসের আবর্জনা পরিস্কার করতে এগিয়ে আসছে অদম্য নতুন শক্তিতে। প্রণতি জানাই তোমাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.