আয়তনে বৃহৎ হলেও ভারত কখনোই মানসিকভাবে বড় হতে পারেনি। প্রতিবেশিদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের আচরণ দেখলেই সেটা পরিস্কার হয়।
বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে ভারত সবসময় নিজেকে সুপেরিয়র এবং সুপ্রিম অথরিটি ভেবে এসেছে। এই অবমূল্যায়নের মানসিকতার কারণেই টেস্ট স্টাটাস পাওয়ার পর প্রায় ১৫ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশকে নিজ দেশে খেলার জন্য আমন্ত্রণ জানায়নি। বাংলাদেশের সাথে এই দাদাগীরি করতে পারলেও আরেক প্রবল প্রতিদন্দ্বী পাকিস্তানের সাথে সেই সাহস করে উঠতে পারে না এই মিন মাইন্ডেড দেশটি।
ভারতের প্রায় দেড় যুগ পরে টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর প্রথম ১৯৫২/৫৩ সালে পাকিস্তান প্রথম টেস্ট সিরিজ খেলতে যায় ভারতে। সেই সিরিজের দ্বিতীয় টেস্টেই পাকিস্তান হারিয়ে দেয় ভারতকে। যার ধারাবাহিকতা আজ পর্যন্ত বিদ্যমান।
দুই দেশের মধ্যকার এ পর্যন্ত খেলা ৫৯টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ৪টি সিরিজসহ ৯টি টেস্ট ম্যাচ, যার মধ্যে পাকিস্তানে ২টি। অন্যদিকে পাকিস্তান একমাত্র এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫টি সিরিজ সহ জিতেছে ১২টি টেস্ট, যার মধ্যে ভারতের মাটিতে ছিল ৫টি।
আবার এই দুই দেশের মধ্যকার এ পর্যন্ত খেলা ১২৭ ওয়ানডে ম্যাচের মধ্যে পাকিস্তান ৭৩, (ভারতে ৩০টির ভেতরে ১৯টি, পাকিস্তানে ২৭টির মধ্যে ১৪টি এবং নিরপেক্ষ ভেন্যুতে ৭০টি মধ্যে ৪০ টি) ম্যাচ জিতেছে। অন্যদিকে অন্যদিকে ভারত ৫০টি (ভারতে ১১, পাকিস্তানে ১১ আর নিরপেক্ষ ভেন্যুতে ২৮টি) ম্যাচ জিতেছে।
দুই দেশের মধ্যকার খেলার এই ফলাফল অস্বীকার করার কোন উপায় নেই বিধায় ভারত এক্ষেত্রে সবসময় খেলার বাইরের খেলায় পাকিস্তানকে নাস্তানাবুদ করতে বিভিন্ন কুটবুদ্ধি ব্যবহার করে থাকে।
এশিয়া কাপ চলাকালীন টি২০’র একটা প্রোমো চলছে “দুনিয়া বদল ..... ব্যস এক ওভার মে”.. কেউ ভাল করে লক্ষ্য করেছেন কিনা, কোন এক ম্যাচের শেষ এক ওভারের দর্শক প্রতিক্রিয়া দেখানো হয়েছে এই প্রোমোতে। এই ওভারটিতে দরকার ১২ রান।
কিন্তু প্রথম চার বলে দুটি উইকেট এবং দুটি ডট বল হওয়ার পর শেষ দুই বলে দুটি ছক্কা মেরে দলটি জিতে যায়।
বলা বাহুল্য এখানে জিতে যাওয়া দল হল ভারত। দর্শক প্রতিক্রিয়া দেখলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর কনসেপ্ট। কিন্তু গোলমেলে যায়গাটা হোল এই ম্যাচের বিপক্ষীয় দর্শকরা সবাই পাকিস্তানি সমর্থক।
এর মধ্যে একজন আবার শহিদ আফ্রিদির ডামি।
গতকালের ভারত পাকিস্তান ম্যাচের শেষটা কেউ মনে করতে পারেন বল বাই বল? প্রথমে তালহা ও সাইদ আজমল আউট, তারপর জুনায়েদ এর এক রান.... এবং তারপর আফ্রিদির বিশাল দুই ছক্কা.... দারুন মিল কি বলেন?
ভারতের কি দরকার ছিল বাবা এই লাফাঙ্গাবাজী করার!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।