আমাদের কথা খুঁজে নিন

   

সেলিম হোসেন গাউসের তালগাছ

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

এবার দেশে গেলে আর যাই করি আর না করি, যশোর যাব একবার। সেলিম হোসেন গাউসের তালগাছের শান্তিকুটিরে একবার সময় কাটাবোই। গতকাল খবরটি পড়ে খুব ভালো লাগলো। সাধারণ একজন কাঠমিস্ত্রি, শেকসপীয়ার পড়েন, রবীন্দ্রনাথ পড়েন তার তালগাছে বসে বসে। ওঠানামার জন্যে নিজের উদ্ভাবনী ক্ষমতা খাটিয়ে 'লিফট' তৈরী করেছেন। এই গড্ডালিকা প্রবাহের মাঝে এমন একজন দুজনের নাম শুনেই শান্তি। গোল্লায় যাক রাজনীতিবিদ, গোল্লায় যাক ক্ষমতার লড়াই, আমার কাছে সেলিম হোসেন গাউসই নমস্য! ছবি: আজকের কাগজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।