সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতি হাসিক 7ই মাচের ভাষন নিয়ে আশরাফ রহমান একটি পোষ্ট দিয়েছিল এই নামে ,'' শেখ মুজিব কি 7 ই মার্চের ভাষনেস্বাধীনতার ঘোষনা দিয়ে ছিলেন ''। আমি সেখানে একটা মন্তব্য দিয়েছিলাম যা মূহূর্তেই আশরাফ মুছে ফেলে । আশরাফরা সত্যকে মেনে না নেয়ার উদ্যেশেই খন্ডিত এবং অসত্য তথ্য উপসহপন করে । যেমনটা করে ওদের আদর্শের ঝান্ডা ধারীররা । পবিএ কোরআনের খন্ডিত ব্যাখ্য দিয়ে যারা রাজনীতির নামে ধর্ম ব্যাবসা করে ।
আশরাফ বলতে চেয়েছেন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বধীনতা চাননি !! চাইলে উনি পাক সরকারের কাছে দাবি দাওয় া উপসহাপন করতেন না । চারটা দাবীর কথা উল্লেখ করে আশরাফ সিদ্ধান্তে এসেছে বঙ্গবন্ধু দেশের স্বধীনতা চাননি । ( এ নিয়ে অনেক মতামত এসেছে তাই এখানে মন্তব্য করলামনা ) । কিন্তু আশরাফ যাহা লেখেনাই তা হল চারটা দাবী উপসহাপন করেই বঙ্গ বন্ধুবলেছিলেন ,''এর পর ভেবে দেখবো আমরা এসেম্বলীতে বসব কি বসবনা । তার আাগে আমরা এসেম্বলীতে বসতে পারিনা ।
আমি প্রধানমএীত্ব চাইনা । আমরা এদেশের মানুষের অধিকার চাই...........'' । আশরাফ রা উদ্যের্শ মুলক ভাবেই জাতিকে বিব্রান্ত করতে চায় । অতএব ওদের থেকে সাবধান । আশরাফের লেখায় আমার মন্তব্যটা ছিল এমন ঃ আমি প্রথমেই বলে নিচ্ছি আমি আশরাফ সাহেবের লেখার কোন মন্ত্যব্য করবনা ।
কারন অআাশরাফ সাহেবরা ইচ্ছা করেই বাংলা বাঙ্গালী বাংলাদেশ আর আমাদের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সভ্যতা এবং স্বধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি করে । ত্রিভুজ সবসময় ''আমি যত টুকু জানি'' বলে নিজের মতটা চাপিয়ে দেয় । আার রেফারেনস টেনে আনে আশরাফের পোষ্ট । কোন এক জায়গায় লিখেছিলাম হ ....... রতনে রতন চেনে ত্রিভুজ চেনে আশরাফরে । আমার মন্তব্য টা কেন মুচে দিয়েছিল আশরাফ ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।