আমাদের কথা খুঁজে নিন

   

বাশারের অন্যরকম সেঞ্চুরি

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ম্যাচের সেঞ্চুরী করলেন হাবিবুল বাশার। 99 ম্যাচ খেলা বাশার গতকাল কানাডার বিপ েযখন মাঠে নামেন তখন ক্যারিয়ারে তার সংগ্রহ ছিল 1963 রান। কানাডার বিরুদ্ধে ব্যক্তিগত 37 রান করে তিনি প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে দু'হাজারী কাবে প্রবেশ করেন। সামাদের হাতে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে তিনি গতকাল 75 বলে 6 বাউন্ডারীসহ করেন 57 রান। 1995 সালে শারজায় শ্রীলংকার বিরুদ্ধে অভিষেক হয় বর্তমান বাংলাদেশ দলের কান্ডারী হাবিবুল বাশার সুমনের। যদিও অভিষেক ম্যাচটা তেমন স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। ব্যক্তিগত 16 রানেই থেমে যায় তার প্রথম ইনিংস। আর তার দল হারে 107 রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে শ্রীলংকা নির্ধারিত ওভারে করে 233 রান জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র 126 রান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.