আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের অতিরঞ্জিত(!) সাক্ষাৎকার! (রম্য)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

- হাবিব ভাই কেমন আছেন? - নারে ভাই ভাল নাই! - কেন? কেন? - ভাবছিলাম আইসিএল অধ্যায় শেষ হবার পর আবার জাতীয় দলে চান্স লমু... কিন্তু কোনভাবেই ম্যানেজ... - কিন্তু আইসিএল এ যখন যাইতেছিলেন তখন তো এমন হাসি দিছিলেন যে মনে হইল ‘দেয়ার ইজ নো টুমরো!! - আসলে আমরা হলাম পেশাদার। আমরাও টাকা খুঁজি টাকাও আমাদের খোঁজে! কখনো দেশ দেয় কখনো বিদেশ দেয়... এভাবেই হয় আর কী...তুমি কী মনে কর অন্যরাও তখন যদি যুৎসই অফার পাইত তাইলে যাইতো না?...অবশ্যই যাইতো। তবে আমরা যারা একটু পড়তির দিকে তাদের সিন্ধান্ত নিতে একটু সুবিধা হইছে এই আর কী! - যাইহোক পুরান কাসুন্ধি আর না ঘাঁটি! দুর্গন্ধ ছাড়া তো আর কিছু বের হবে না! এবার একটু আপনার খেলা প্রসঙ্গে আসি। কারণ এ বিষয়ে আমাদের ব্লগারদের বিশাল আগ্রহ!... আচ্ছা আপনার ব্যাটিং টেকনিক নিয়ে একটু বলেন... এটা আসলে কী ধরণের টেকনিক? অর্থোডক্সনা আনঅর্থোডক্স? - দেখ আমাদের দেশে যেটাকে অর্থোডক্স বলে সেটাকে কিন্তু আন্তর্জাতিকভাবে আনঅর্থোডক্স বলে! - মানে? একটু ব্যাখ্যা করবেন কী? - ধর আমাদের সাবেক তারকা ক্রিকেটার বুলবুল ভাইয়ের টেকনিক। সবাই বলতো এবং দেশে এখনও বলে তিনি ছিলেন ক্লাসিক্যাল ব্যাটস্ম্যান... আমার নিজের মতও তাই।

কিন্তু ভারতের সাথে অভিষেক টেস্টে উনি যখন সেঞ্চুরি করেছিলেন তখন ইয়ান বোথাম কিন্তু তার টেকনিককে পুরোপুরি আনঅর্থোডক্স বলেছিলেন! বোথাম বলে কথা! ফেলনা মন্তব্য নয়! সেজন্যই বলছিলাম দেশীয় হিসাবে আমার টেকনিক অর্থোডক্স আর আন্তর্জাতিক হিসাবে আনঅর্থোডক্স! - দারুণ একটা তথ্য দিলেন আমাদের। ধন্যবাদ সবার শেষে একসাথে দিব! এবার একটু পুল শট প্রসঙ্গে আসি। আপনি অনেকবারই বলেছেন এটা না কী আপনার প্রিয় শট! কিন্তু কথা হল পুল করার যে টেকনিক বা ন্যাচারাল এ্যাবিলিটি থাকা লাগে তার কোনটাই তো আপনার ছিল না! আপনি জোর করে পুল শট করতেন! শুধু আমার এটা মনে হয়নি অনেক কমেন্টেটর অনেকবারই এটা বলেছেন... তারপরও আপনার প্রিয় শট পুল শট কেন? - চমৎকার প্রশ্ন! আমিও ধন্যবাদগুলো সবার শেষে দিব! পুল শট নিয়ে তুমি হয়ত আন্তর্জাতিক কমেন্টেটরদের মুখে শুনেছ আমার পুল করার টেকনিক নাই বা পুলের জন্য যে ন্যাচারাল এ্যাবিলিটি লাগে তাও নাই! কিন্তু এ মতের সাথে আমি ডিফার করবো! দেখ টেকনিকের কথা জানিনা তবে পুল খেলতে যে ন্যাচারাল এবিলিটি লাগে তা কিন্তু আমার মধ্যে আছে! তা নইলে চিন্তা করে দেখ সেটা যদি নাই থাকবে তাহলে শট বল দেখলেই আমার পুল শট খেলতে ইচ্ছা করে কেন? সবাই দেখেছে দল যতো খারাপ অবস্থায়ই থাকুক আমি কিন্তু শট বল পেলেই পুল মেরে দিয়েছি! হয়ত আউটই হয়েছি বেশি কিন্তু প্রশ্নটা যখন ন্যাচারাল এবিলিটির তখন আমার পুল শট খেলার ন্যাচারাল এবিলিটি নিয়ে প্রশ্ন তোলা অবান্তর! আমার কিন্তু আরো একটা প্রিয় শট আছে... - কোনটা? - ডাউন দ্যা উইকেট মারা! তুমি হয়ত খেয়াল করে থাকবে দলের ঘোর দুঃসময়েও আমি যখন ক্রিজে গেছি তখন প্রথম বলেই ডাউন দ্যা উইকেট গিয়ে চার-ছয় মেরেছি। হয়ত মাঝে মাঝে আউটই হয়েছি কিন্তু আমার কাজই হল স্ট্রোকস খেলে সেট হওয়া। - আাচ্ছা শেষ প্রশ্ন... আমাদের আশার ফুল আশরাফুল তো বাজে ফর্ম এর কারণে দল থেকে বাদ গেছেন... এ ব্যাপারে আপনার মন্তব্য - দ্যাখ আমি মন্তব্য করব কিন্তু দায়-দায়িত্ব তোমার! - আগে করেন ওসব পরে দেখা যাবে... - আসলে আশরাফুল মনে করে ব্যাটিং এর কোনকিছু শেখার বাকী নেই! দ্যাখ না প্রায়ই অন্যদের শিখিয়ে যাচ্ছে! ওকে এই অভ্যাস ত্যাগ করতে হবে।

ওকে বুঝতে হবে ওর এখনও অনেক কিছ ু শেখার বাকী আছে! অন্যদের শেখানোটা অবসর নেয়ার পর শেখালেই ভাল করবে... - দারুণ বলেছেন হাবীব ভাই! আমি আপনার সাথে পুরো একমত। এগুলো আমারি মনের কথা ছিল। কিন্তু আমার সাক্ষাৎকার তো কেউ নেয় না! আমাকেই নিতে হয় অন্যের সাক্ষাৎকার! যাই হোক আপনাকে সব ধন্যবাদ সহ অসংখ্য ধন্যবাদ দিচ্ছি হাবীব ভাই আমাদের ব্লগার বন্ধুদের ‘বিনোদন’ দেয়ার জন্য। তবে তারা আমাকে বলেছে আপনি যদি আরো কিছুদিন জাতীয় দলে খেলতেন তাহলে তারা না কী আরো বিনোদন পেতো। কিন্তু বোর্ড ব্লগারদের মনের দুঃখ বুঝলো না! বোর্ড কে ধিক্! আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা...এরকম খোলামেলা কথা বলার জন্য... - তোমাকেও অসংখ্য ধন্যবাদ ... তুমি আমার মিতা বলেই তোমাকে খোলামেলা কিছু কথা বললাম! ----------------------------------


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.