[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
জীবনটা যদি হতো সাগরের ঢেউয়ের মতো
--নিরলস সচল, কোন থামাথামি নেই;
ধেয়ে ধেয়ে আসছে বালুতীরে, আসছে তো আসছেই।
কবে শুরু হয়েছিল তার এই একমুখী আগমন,
কবে থামবে সচল গতি অন্তত এক চিলতে মুহূর্তে
--কেউ জানেনা; জানবেও না কখনও, সেখানেই
মানব গরিমার সীমাবদ্ধতা। সীমাবদ্ধতাতেই যত সব
গোপন গোপন মায়া, মায়াতেই যেন আনন্দ উচ্ছাস।
ভাবি-কেমনে আনব এমন সচল গতি জীবনে।
ঢেউয়ের গতিতে উচ্ছল মানব মানবীর উচ্ছলতা
মিশে যাচ্ছে তো যাচ্ছেই , যেমন মিশে যায়
পানিতে লবন দানা।
তাইতো নোনা ঝিলিক
অবিরত ধেয়ে ধেয়ে আসে ঢেউয়ের পরতে পরতে।
এমন জীবন আমার কবে হবে, হবে কখন?
তারা সব সেই উচ্ছ্বস নিয়ে ঝাঁপিয়ে পড়বে,
আমি চলতেই থাকব অবিরাম গতি বুকে নিয়ে ।
সাগরের ঢেউ হব , বলব, যদি বলা হয় দেয়া হবে
আরেকটা জীবন আমায় ; অনন্তকালের অবিরত
আগমনী ঢেউ হয়ে ছুঁয়ে যাব অনন্তকালের
অনন্ত মানুষের বিচিত্র বিচিত্র দিবানিশি উচ্ছ্বাস।
19/5/06
=============
ছবিঃ সোনার পাড়া বীচ থেকে তোলা ।
19/5/06
=============
ছবিঃ সোনার পাড়া বীচ থেকে তোলা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।