বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
বেশ ক'বছর থেকে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছিল যখন বাংলাদেশ, পাকিস্তান, সুদানসহ দরিদ্র দেশগুলো থেকে শিশু পাচার করার খবর ফলাওভাবে প্রচারিত হয়। এসব হতভাগ্য শিশুদের ব্যবহার করা হতো আরব আমীরাতে ঘোড় দৌড়ে। জাতিসংঘ শিশু তহবিল ও আন্তর্জাতিক সংস্থাগুলো নিন্দা ও প্রতিবাদ শুরু করে এই অমানবিক প্রতিযোগিতার বিরুদ্ধে। ছোট ছোট 6/7 বছরের ছেলেদের উটের পিঠে বেঁধে তাদেরকে দিয়ে ঘোড় দৌড়ের আয়োজন করা হতো। ভয়ে ছেলেরা কান্না শুরু করলে কান্নার শব্দে তখন উট দৌড়াতে থাকতো। এই অমানবিক খেলার আয়োজন আরব আমীরাতে প্রথাগতভাবেই বেশ জনপ্রিয়। বিশ্বব্যাপী নিন্দার ফলশ্রুতিতে এখন শিশুদের জায়গায় শিশুদের ন্যায় রোবট ব্যবহার করা শুরু হয়েছে।
ক্রীশ্চিয়ান সাইন্স মনিটর ফেব্রুয়ারীর 20 তারিখে এ নিয়ে [link|http://www.csmonitor.com/2007/0220/p20s01-wome.html| GKwU c
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।