আশরাফুল ইসলাম রানা প্রকাশ : ভোরের কাগজ, (ঢাকা বৃহস্পতিবার 26 মাঘ 1413 8 ফেব্রুয়ারি 2007) অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, জসীম উদ্দীন, শেরে বাংলা এ কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, নজরুল ইসলাম, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া, লালন সাঁই! ভাবছেন স্বপ্নলোকেই সম্ভব এটি। তা কিন্তু নয়! বাংলার সাহিত্য-সংস্কৃতি-জ্ঞান-বিজ্ঞানকে বিভিন্নভাবে যারা সমৃদ্ধ করেছেন তাদের সবাইকে আপনি পাচ্ছে এক ছাদের নিচে, বাঙালি সমগ্রে। বাঙালি সমগ্র, ঢাকার প্রাণকেন্দ্রেই যার অবস্থান। কীর্তিমান বাঙালিদের সৃষ্টি ও কর্ম-সংগ্রহ, সমন্বয়, স্থায়ী সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে 2004 সালে ভাষা আন্দোলনের গৌরবের মাস ফেব্রুয়ারির 10 তারিখ ঢাকার 235/2 এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে খায়ের ম্যানশনের 4র্থ তলায় যাত্রা শুরু করেছিল এই গ্যালারি_ এমন তথ্যই জানালেন গ্যালারির উদ্যোক্তা তারিক রহমান সৌরভ। প্রতীকী উপস্থাপনায় 52 ও 71 সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রয়াত বিশিষ্ট বাঙালির 52টি পোট্রেট 4টি বিভাগে বিন্যাস্ত রয়েছে এখানে।
এছাড়াও বাংলা বর্ণমালার বিমূর্ত বিন্যাসে ও সালাম, বরকত, রফিক ও জব্বারের চার ভাষা শহীদের মুখচ্ছবি স্মৃতিসৌধের উপস্থাপনায় পুরো চিত্রপটকে এক অসাধারণ মাত্রা দিয়েছে। প্রশস্ত গ্যালারির চারপাশের দেয়ালে বিভাগ অনুযায়ী সাজানো সেরা বাঙালির প্রতিকৃতিগুলো আগত যে কাউকেই মুগ্ধ করবে। দুর্লভ কিছু সংগ্রহ ও স্মারক বাঙালি সমগ্রে রয়েছে অনেক কৃতী বাঙালির স্মারক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বহস্থে লেখা চিঠি, কবি কাজী নজরুল ইসলামের সম্পাদনায় 1922 সালে প্রকাশিত ধূমকেতু পত্রিকা ছাড়াও রয়েছে 72 বছর পূর্বে প্রকাশিত সওগাত পত্রিকার কপি। রয়েছে 1955 সালে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালীর প্রথম পোস্টার, সুভাষ মুখোপাধ্যায়ের 50 দশকে লেখা শিশুতোষ গ্রন্থের একটি পাণ্ডুলিপি, মুনির চৌধুরীর নাটক জমা খরচ ইজার পাণ্ডুলিপি, সঙ্গীত শিল্পী আবদুল লতিফের ব্যবহৃত দোতারা, প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের 16 এমএম মুভি ক্যামেরা।
এছাড়াও রয়েছে চিত্রকর কাজী আবুল কাসেমের অাঁকা তৈলচিত্র, পটুয়া কামরুল হাসানের স্কেচ, নোবেল বিজয়ী অমর্ত্য সেন আর সাহিত্যিক নবনীতা দেব সেনের চমৎকার বিয়ের কার্ড। সিকান্দার আবু জাফর, সুফিয়া কামাল, জাহানার ইমাম, আবদুল জব্বার খান, অন্নদাশঙ্কর রায়, বুলবুল চৌধুরী, শওকত ওসমান, বেগম সম্পাদক নূরজাহান বেগম, বেগম রোকেয়ার নানা স্মারক রয়েছে বাঙালি সমগ্রে। দুর্লভ চিত্র ও সংবাদপত্র বায়ান্নর ভাষা আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ শহীদ রফিকের ছবি, 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পরের দিনের জাতীয় দৈনিকে প্রকাশিত ঘটনার সাক্ষ্যবহনকারী দুলর্ভ ছবিসহ মূল পত্রিকা, মুক্তিযুদ্ধে রাজাকার বিরোধী আন্দোলনের পোস্টার, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল পোস্টারও রয়েছে গ্যালারিতে। জীবনীপঞ্জি, প্রকাশনা গ্যালারির দেয়ালে প্রদর্শিত পোট্রেটসমূহ দেখে অনেক দর্শকই আগ্রহী হয়ে সেরা বাঙালির জীবনীটি যাতে পড়ে জেনে নিতে পারেন সেই প্রয়াশেই জীবনীসমূহ পুস্তক আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছে বাঙালি সমগ্র। ইতিমধ্যে জাহানারা ইমামের জীবন ও কর্মভিত্তিক জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে।
তারিক রহমান সৌরভ জানালেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের গৌরবময় অর্জনগুলো তুলে ধরার চেষ্টা করছে বাঙালি সমগ্র। এ লক্ষ্যে '52, '69 ও '71-এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সঠিক ও অবিকৃত ইতিহাস সংবলিত তথ্য ভিডিও ফুটেজ এবং বিশিষ্টজনের ভাবনা একত্রিত করে সিডি আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা। এছাড়াও তথ্যসমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার কাজ করে যাচ্ছে বাঙালি সমগ্র। শুরুটা যেভাবে বছর 8 আগে চমৎকার এই উদ্যোগটি তারিক রহমান সৌরভের মাথায় আসে। তিনি শিল্পীও নন, সাহিত্যিকও নন।
কিন্তু শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রতি তার দরদ প্রবাসে লেখাপড়ার সময় থেকেই। তাইতো অধ্যাপক আনিসুজ্জামানের সাহায্যে নিজের বাসার একটি ফ্লোর ছেড়ে দিলেন সৌরভ। গ্যালারিটি পরিচালনার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট 8 ব্যক্তিসহ 13 জনের উপদেষ্টা পরিষদ এবং সাধারণ পরিষদ নির্বাচিত একটি কার্যকরী পরিষদ রয়েছে। 3 বছরে পা আর দুইদিন পরেই 3 বছরে পা দিচ্ছে বাঙালি সমগ্র। এবার প্রথমেই গ্যালারি কতর্ৃপক্ষ শ্রেষ্ঠ বাঙালির বর্তমানে জীবিত পরিবার-পরিজনদের একত্রিত করার চেষ্টা করবে।
মার্চেই একটি মূল্যবান সিডি প্রকাশের উদ্যোগও নিবে তারা। 'বাঙালি সমগ্র' এখনো সমগ্র হয়নি সর্বস্তরের সহযোগিতা পেলে গ্যালারিটি সত্যি সত্যিই এক সময়ে পরিপূর্ণ সমগ্রে পরিণত হবে। সৌরভ বললেন, এ দেশে গানের প্রতিভা অন্বেষণে, কনসার্ট, ফ্যাশন শোর আয়োজনের নামে বড়ো বড়ো বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো প্রচুর অর্থ লগি্ন করলেও এগিয়ে আসে না শ্রেষ্ঠ বাঙালির কর্ম সংরক্ষণের কর্মকাণ্ডে। গত সরকারের শাসন আমলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বাঙালি সমগ্র প্রকাশিত পোস্টারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি না থাকায় পাওয়া যায়নি কোনো সরকারি অনুদান। অথচ আমরা কোনো রাজনৈতিক দলের নই, আমাদের এই কর্ম প্রয়াস শ্রেষ্ঠ বাঙালির সৃষ্টিকে একত্র করার।
জাতি হিসেবে আমাদের সকলেরই উচিত এরকম একটি উদ্যোগে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ানো। তবেই বাঙালি সমগ্রে চটজলদিই সমগ্র পরিণত হবে_ এ প্রত্যাশা আমাদের সকলের। সময়সূচি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকে। (মধ্যহ্ন বিরতি দুপুর 2টা- বিকাল 4টা) বিস্তারিত জানতে লগইন করন http://www.bangaleeshamagra.org ফোন : 8623346, 8616729। ছবি : জিকরুল আহসান শাওন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।