আমাদের কথা খুঁজে নিন

   

একজন কীর্তিমান বাংলাদেশী : যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আইটি সিকিউরিটি সলিউশন কোম্পানীর CIO এবং Senior Vice President হিসাবে নিয়োগ পেলেন ওমর ফারুক খন্দকার

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

গতকালের ফোর্বস, সিএনএন, রয়টার্সসহ প্রধান প্রধান বার্তা সংস্থার টেকনোলজী এবং বিজনেস অংশে ছাপা হয়েছে একজন কীর্তিমান বাংলাদেশীর যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একটি আইটি সিকিউরিটি সলিউশন কোম্পানী 3Pea International Inc এর Chief Information Officer (CIO) এবং Senior Vice President হিসাবে নিয়োগলাভের সংবাদটি । বুয়েট থেকে কম্পিউটার ইন্জিনিয়ারিং এ স্নাতকোত্তর করা ৩৮ বছর বয়সী এই কম্পিউটার প্রকৌশলী ওমর খন্দকার এর মধ্যেই ১০টির অধিক আন্তর্জাতিক পেটেন্ট এর অধিকারী। এই নিয়োগের আগে তিনি WOW Technologies এর Chief Technology Officer (CTO) এবং Chief Information Security Officer (CISO) হিসাবে কর্মরত ছিলেন। তার নিয়োগের ব্যাপারে প্রতিষ্ঠানটির উচ্ছ্বাস ফোর্বস, সিএনএন, রয়টার্সসহ প্রধান প্রধান বার্তা সংস্থা পরিবেশিত সংবাদের এই অংশ থেকেই বোঝা যায় । "Omar brings a wealth of talent and expertise to his new role at 3Pea," said Mark Newcomer, President of 3Pea. "We are delighted to have the benefit of Omar's vast experience in IT, global software solutions, e-commerce, prepaid card expertise and business leadership. His successful track record in helping a wide variety of enterprises derive maximum value from their technology investments makes him an excellent fit for 3Pea and our customers." অভিনন্দন এই কীর্তিমান বাংলাদেশীকে। বিশ্বের বুকে এইসব মানুষেরাই বাংলাদেশের সত্যিকারের এমব্যাসাডর। সি এন এন লিংক রয়টার্স লিংক ফোর্বস লিংক ব্লগের সবার সাথে সংবাদটি বিশেষভাবে শেয়ার করার একটি বিশেষ কারন হচ্ছে ওমর ফারুক খন্দকার আমার বড় ভাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.