আমাদের কথা খুঁজে নিন

   

আমিই সেই বাংলাদেশী কিন্ত (হিন্দু)



আমিই সেই হিন্দু যে ইসলা ম নিয়ে অবমাননা করসে তিরভূজের মতে। আমার দে তার রাষ্ট্রধর্ম কি বানাবেন। কি মুসলিম কে অমুসলিমের আইন বানাবেন কিনতু আমার ভোটও নাই আলোচনাও নাই কারন আমি হিন্দু। তিরভূজ ভাই দেশটা আমারও। আমি ঠিক আপনার চেয়ে বেশী সম্মান করি বাংলাদেশকে।

আমি বাঙলাদেশী। পদ্মা, যমুনা তে জল গড়িয়েছে প্রচুর। সময়ের ফেরে আজ আমি পরবাসী। সেই প্রিয় দেশ, কৈশোরের সেই দূরন্ত ভালোবাসা আজ অনেক দূরে। তবুও মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে--- " আমার সোনার বাংলা, আমি তোমায়ভালোবাসি।

" আসুন আজ আরেকবার বলি " বাংলাদেশ আমার দেশ, এই দেশ আমারও" আমার দেশে আমারও সম অধিকার। আমি হিন্দু কিন্তু পতাকাটা আমারও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।