ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
আমাকে যখন আবিআ অ্যারিজোনা চ্যাপ্টারের ওয়েবসাইট . তৈরী করতে দেয়া হল তখন ভেবেছিলাম কয়েকজন ইঞ্জিনিয়ারের বোধহয় অনেক সময় তাই এসব করে বেড়াচ্ছেন। কিন্তু আজকে যখন তাদের সেমিনারে গেলাম তখন হঠাৎ আলাদীনের গল্পটার কথা মনে পড়ে গেল।
আলোচনাগুলো নিতান্তই বোরিং ছিল। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে দেখা দিচ্ছিল। কতগুলো বোকা আত্মা একটা দ্্বীপে আটকা পড়ে গেছে।
তাদের জন্ম স্থানে তাদের মা, বাবা ভাই বোন পড়ে আছে। তাই তারা বোতলে ভরে ভরে তাদের জন্য জ্ঞান পাঠায়, তথ্য পাঠায়। কিন্তু সেগুলো কখনোই গন্তব্যে পৌছায় না।
দেখলাম আমি অনেক হাউকাউ করি, দেশের জন্য চিন্তা করি। আমার চেয়ে অন্তত: একশগুন বেশী চিন্তা করেন এই লোক গুলো।
যে যেখানেই কাজ করুকনা কেন দেশে কি করে সেই টেকনোলজী গুলির সুফল নিয়ে যেতে পারবে সেটার চেষ্টায় মগ্ন। নিজের পকেটের টাকা খরচ করে একত্র হয়েছেন; দেশের জন্য যদি কিছু করা যায়!
একদল চেরাগের দৈত্য। অনেক ক্ষমতা তাদের। যা ইচ্ছে তাই করতে পারেন। একজন আলাদীনের ইশারায় যা বলছে তাই করছে।
অথচ নিজের চেরাগটা ভেঙ্গে বেরুতে পারছে না। তারা কিছুতেই পারছে না।
আবিআ - AABEA - American Association of Bangladeshi Engineers and Architects
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।