আমাদের কথা খুঁজে নিন

   

আলাদীনের হলফনামা



আলাদীনের চেরাগ পেতে
চায় সবারই মন,
কাজ না করেই পায় যদি সব
টাকা-কড়ি-ধন!

তেমনি চেরাগ মিলছে এবার
রাজনীতির ঐ মাঠে-
মন্ত্রী উপমন্ত্রীরা সব
চলছে ঠাঁটে বাটে!

প্রহসনের নির্বাচনে
দিয়ে হলফনামা-
কি বিপাকেই পড়েছে আজ
মন্ত্রী খ্যাতনামা!

প্রতিমন্ত্রী মান্নান খান
পূর্ত গৃহায়ন-
বছরে তাঁর আয় বেড়েছে
একশত সাত গুণ!

বেচারা স্ত্রী ছিলেন আগে
নেহায়েত হাউজ ওয়াইফ,
বার্ষিক তিন কোটি টাকায়
বদলে গেছে লাইফ!

জামালপুরের মীর্জা আজম
ছিলেন যে সাংসদ-
পাঁচ বছরে চোদ্দ কোটি
বেড়েছে সম্পদ!

মাদারীপুরের নূর-ই-আলম
প্রধাণমন্ত্রীর স্বজন,
সেই সুবাদে পড়ছে জমা-
লুটতরাজের ধন।

মাত্র বছর পাঁচেক আগে
দেয়া হলফনামায়-
বার্ষিক আয় ছিল মোটে
পাঁচ লাখেরই কোণায়!

সেই পাঁচ লাখ ফুলে ফেঁপে
এখন কোটি দশ,
ঠিক্ তার হাফ্ পাঁচ কোটিতে
আদার হাফের যশ্!

ঢাকা-তের’র টিকেট পাওয়া-
মন্ত্রী কবির নানক,
সব মামলায় খালাস এখন
কে বলে খলনায়ক!

পল্লী প্রতিমন্ত্রীর স্ত্রী-
ভেবনা খুব ভীতু,
পঞ্চাশ লাখ বেড়ে এখন
পাঁচ কোটিতে থিতু!

ঢাকা-দশের ফজলে তাপস
হেসে মাগো খুন,
চা-রাবারের বাগান ছাড়াও
ক্যাশ্ আজ দশগুণ!

চাটগাঁ সাতের মাহমুদ সাবের
অর্ধাঙ্গিনীর খপ্পর,
ঠোঁটকাটা কয়, পায়নি রেহাই-
পরিবেশ-বন দপ্তর!

কিংবা ধরো নেতা আমার-
ভাই ইলিয়াস মোল্লা,
নতুন গাড়ীর উইন্ডো দিয়ে
বের করে দেন কল্লা!

হাত নেড়ে কন্, এবার গেলে
করব না দূর্নীতি,
পাঁচ বছরে যা পেয়েছি
সেটা শুধুই স্মৃতি!

নারায়ণগঞ্জের নজরুল ইসলাম
লোক ছিলেন সামান্য-
কোটি টাকা বছরে তাঁর
আয় এখন ‘অন্যান্য’!

রাঙ্গামাটির দীপংকর ‘দা
তিনিই বা কম কিসে?
ভাড়া থেকে আটগুণ আয়
পাঁচ বছরের শেষে!

কিংবা ধরো কক্সবাজারের
আব্দুর রহমান বদি-
ধার করে ভাই লড়েছিলেন
পেতে সেবার গদী।

এবার কিন্তু বদি ভাইয়ের
লাগবে না আর ঋণ,
তিনশত গুণ আয় বেড়েছে-
সম্পদ দিন-দিন!

আওয়ামী লীগের ভিভিআইপি
জয়েন্ট সেক্রেটারী,
মাহাবুবুল্ হানিফ ভাইয়ের
কাহিনী রক্-মারী!

পাঁচ বছরে পাঁচ কোটিতে
সত্তর একর জমি,
তিন কোটি ক্যাশ ইনভেস্টমেন্ট
বিজনেস তিনখানি।

চুয়াল্লিশ লাখ ক্যাশ হাতে আর-
নূতন গাড়ী দুটি,
স্ত্রীর নামেতেও শেয়ার কেনা
আছে সোয়া কোটি।

মুখ গুমোটে বলেন আয়ের
উৎস জিজ্ঞাসিলে-
‘মাছের ঘেরে দিচ্ছে এসব-
দিব্যি হেসে-খেলে’!

প্রথম আলো সন্ধানে যায়-
খুলনা-পটুয়াখালি,
কুড়ি বছর বন্ধ ঘেরে
মাছ কই- সব খালি!

কোথা থেকে আসে তবে?
এ কি তেলেসমাতি!
মন শুনে কয়, খোঁজ মিলেছে-
আলাদীনের বাতি!

বারো বিঘা কৃষিজমি,
পূর্বাচলে প্লট-
বাঘারপাড়ায় দ্বিতল ভবন
গাড়ী দু’খান মোট!

স্ত্রীর নামেতে দুটি ফ্ল্যাট আর
দালান আছে একটি,
যশোর চার-এর রণজিৎ দা
এবারও টিকেট প্রার্থী!

দুর্মুখেরা টিটকারী দেয়
টিচার নিয়োগ নিয়ে-
বানিজ্যেতে দু-পয়সা বেশ্
নিয়েছে কামিয়ে!

সুনামগঞ্জের মোয়াজ্জেম হোসেন
ওরফে রতন ভাই-
দু’ হাজার আটে বলেছিলেন
‘কোন বাড়ী নাই’!

কিন্তু এবার চারখানি তাঁর
বাড়ী মোটের উপর-
একটি ঢাকায়, তিনটি বাকী
সুনামগঞ্জের ভিতর!

জাতীয় পার্টির মহাসচিব-
রুহুল আমিন হাওলাদার,
ভেবনা অন্য পার্টি দেখে
রয়েছে তাঁর পাওনাদার!

ক্যাশ বেড়েছে কোটি ছয়েক,
শেয়ারে আট কোটি,
নতুন গাড়ী- ল্যান্ডক্রুসারটাও
চলছে মোটামুটি!

সম্পদের এই বিবরণী
বাইরে প্রকাশ করতে,
আপত্তি দেন নেতারা সব
মখা’রই নেতৃত্বে!

কিন্তু কোর্টের বিধান মতে
হলফনামার সব,
জানার অধিকার জনতার-
থাকুক যতই ক্ষোভ!

কিন্তু শুনি আজব দেশের
আজব কমিশনার,
চলছে প্রয়াস, তথ্য প্রকাশ
বন্ধ করে দেবার।

তাই যদি হয় লুটতরাজের
পড়বে খবর চাপা,
গদীতে সব বসবে জেঁকে
চোর-বদমাশ-ক্ষ্যাপা!

সময় থাকতে সবাইকে আজ
করি আবেদন,
প্রহসনের নির্বাচনে
নাই যেন দেই মন।

লীগ করি আর বিএনপি-
সবার বাংলাদেশ,
চোর ডাকাতের নেই কোন দল-
নেই ছলনার শেষ।

খালি মাঠে গোল দাও আর
যাই কর না ভাই,
চোর ডাকাতের সংসদে আজ
আমাদের সায় নাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।