আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষিত কিন্তু মনেহয় যেন আরবের বদু!!



আরবে আমরা যাদেরকে বদু বলে জানি , তারা সাধারনত মরূ ভুমিতে বসবাস করে উট,বেড়া ইত্যাদি নিয়ে ব্যাস্ত থাকে বলে তারা স্কুল মাদ্রাসায় যায়না । তাই তাদের ব্যাবহারে ভদ্রতা দেখা যায়না । তাদের ব্যাবহার এবং ছলাপেরায় বুজাযায় তারা বদু । কিন্তু এই খানে অনেক ব্লগারের লিখা দেখে মনে হয়েছে এরা শিক্ষিত বদু । এরা তাদের ছেয়েও খারাপ ।

আরব বদুদের মাঝে দুই একটা সাদা সিদে খুবই ভদ্র পাওয়া যায়। বাংলাভাষা আমাদের প্রানের ভাষা । আমাদের কাছে এই ভাষার গূরুত্ব অনেক । এটা আমরা সবাই জানি । কিন্তু এই ভাষাকেই তারা পৃথিবীর নিকৃষ্টতম প্রানির মতো ব্যাবহার করছে।

আমাদের দেশিয় শিক্ষিত বদুদের লিখার ভাষা এই রকম । তাদের মুখের ভাষা কেমন ? আমরা জানি , ব্যাবহার বংশের পরিচয় । খুব সাধারন কথা , তারা যতই শিক্ষিত হোকনা কেন তাদের ব্যাবহারেই আমরা পেয়ে যাচ্ছি তাদের বংশপরিচয়। অনেক ব্লগার ভাই আছেন খুব ভালো লিখেন । বাস্তব মুখি লিখা লিখেন ।

কিন্তু মাঝে মধ্যে তাদের ব্লগ দেখে আর্শ্চয হই । কারন অনেকে দৈর্য হারিয়ে পেলে বলেন, আমি বিদায় নিচ্ছি , আমি আর লিখবো না । তখন খুবই হতাশ হই । এই ব্লগাররা যদি না লিখে তাহলেতো এই সাইট টা, আমাদের ভাইছার রাজ্যের রাজ্যর মতো হয়ে যাবে। তাই বলি যারা সত্যবাদী লেখক আপনারা লিখে যান ।

আমরা আপনাদের সাথে আছি। মিথ্যা বাদী দেরকে বুজিয়ে দিন , সত্যের জয় এক দিন হবেই হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.