WHAT IS REAL!!!!!!!
কাদিয়ান প্রদেশে জন্মগ্রহন করা গোলাম আহমদ নামের লোকটি একসময় জনপ্রিয়তা পায় গোলাম আহমদ কাদিয়ানী নামে। এ কারনে তার অনুসারীদের কখনো কখনো কাদিয়ানী নামেও ডাকা হয়।
গোলাম আহমদ কাদিয়ানী সাহেব একটি মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন ও ধর্ম বিষয়ে জ্ঞান অর্জন করেন। জীবনের ধাপে ধাপে তিনি বিভিন্ন দাবী করে নিজেকে ধর্মীয় উচ্চাসনে আসীন করেন। প্রথমে মুজাদ্দেদ, তারপরে ইসা মসীহ, তারও পরে ইমাম মাহদী, এবং সবশেষে যুগের নবী হিসেবে আসীন হন।
তার মৃত্যুর পরে তার অনুসারীরা নবুয়তের প্রশ্নে প্রধানত দুটি ভাগে ভাগ হয়ে যায়। একপক্ষ তার সব দাবীকে বহাল রাখে। এরা "আহমদিয়া মুসলিম কম্যুনিটি" নামে পরিচালিত হয়। আরেকভাগ গোলাম আহমদের নবুয়তের দাবী বাদ দিয়ে আর সব দাবী বহাল রেখে "আহমদিয়া মুসলিম জামাত" নামে পরিচিত হয়।
[link|http://en.wikipedia.org/wiki/Ahmadiyya|DBwKwcwWqv
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।