আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক..........

.... !!!

ভুলো মন.... ভুলো মন নিয়েবিখ্যাত ব্যক্তিদের সমর্্পকে অনেক গল্প আছে, তার মধ্যে সবচেয়ে প্রচলিত বোধহয় আইনষ্টাইনের গল্পটি । আইনষ্টাইন একবার ট্রেনে চড়ে যাচ্ছেন...টি.টি এসে টিকিট দেখতে চাইলেন...কিন্তু আইনষ্টাইন টিকিট খুজে পাচ্ছেন না...টি.টি আইনষ্টাইন কে চিনতে পারলেন এবং বললেন স্যার, আপনাকে আর টিকিট খুঁজতে হবে না, আমি জানি আপনী টিকিট কিনেছেন... আইনষ্টাইন ব্যস্ত হয়ে বললেন, না , না আমাকে টিকিট খুজে বের করতে হবে...টিকিট খুজে না পেলে আমি জানবো কি করে আমি কোথায় যাচ্ছি..... কৌতুক 2: নকল ফাইনাল পরিক্ষার সময় এক ছাএকে বই খুলে লেখার অপরাধে বহিষ্কার করা হলো... ছাএ টি তাড়াতাড়ি বাসায় ফিরলে ওর বাবা কারন জানতে চাইলেন...ছাএ টি সবকিছু খুলে বললো...ওর অশিক্ষিত প্রভাবশালী বাবা প্রচন্ড ক্ষ্রিপ্ত হয়ে ছেলেকে নিয়ে সোজা হেড স্যারের কাছে...হেড স্যার বললেন, ছেলেটি বই খুলে পরিক্ষা দিচ্ছিলো... ছেলে টির বাবা রেগে জবাব দিলো..."আপনার ফাজলামি পাইছেন? সারা বছর ধরে আপনারা বই খুলে ছাএদের পড়ান আর আজ পরিক্ষার দিনে ছাএরা বই খুইল্যা লিখবে না আকাশ দেইখ্যা লিখবে?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।