আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক



একটি গল্প দিয়েই শুরু করতে চাই........ একদিন দেশের অর্থ মন্ত্রী গেলেন বন ভ্রমনে । বনে গিয়ে দেখলেন মূল্যবান জিনিস অরতি অবস্থায় পরে আছে । মন্ত্রী বন কর্মকতাকে ডেকে বল্লেন : এই মুলবান সম্পদ রনা- বেনের জন্যে একজন মালি নিয়োগ দেয় হোক । মন্ত্রীর নির্দেশে একজন পাহাড়াদার নিয়োগ দেয়া হর । কিছু দিন পর পাহাড়াদার ঠিকমত পাহাড়া দেয় কিনা তার জন্যে একজন সুপার ভাইজার নিয়োগ দেয়া হল । সুপার ভাইজার ও পাহারাদাড়ের বেতন ভাতা দেয়ার জনে একজন হিসাব রক নিয়োক দেয়া হল । তাদের কে পরিচালনার জন্য একজসন উপ পরিচালক নিয়োগ দেয়া হল । কিছু দিন পর অর্থ মন্ত্র্রণালয় থেকে নির্দর্েশ দেয়া হয়েছে ব্যয় সংকোচ করার এবং লোক বল কমানোর জন্যে । আরো নির্দেম দেয়া হল বনের মধ্য পাহাড়াদারের প্রয়োজন কি ? অবশেষে পাহারাদাড়ের চাকরি চলে যায় ্। প্রিয় পাঠক কিছু বুঝলেন কি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।