বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
পুরনো জোক নতুন বোতলে তুলে দিলাম আপনাদের জন্য। ঘটনাস্থল লন্ডনে টেমস নদীর পাশে। অক্রফোর্ডে পড়তে আসা তিন বিদেশী ছাএ টেমস নদীর পাশে আড্ডা মারছে। তাদের একজন আমেরিকার, একজন জাপানী আর শেষের জন বাংলাদেশ থেকে। প্রত্যেকেই নিজের দেশের উন্নয়ন নিয়ে বেশ জোরাল বক্তব্য রাখছে।
পড়ন্ত বিকেলে তাদের আড্ডা ভালই চলছিল । তখন আমেরিকানটা প্রস্তাব দিল, আমাদের উন্নতির একটা নমুনা দেখাই । তিনজনে বলল, হোক তা ই।
আমেরিকান ছাএ বলল, বুশের ট্যাক্স ব্রেকের কারণে গত 5 বছরে আমাদের আর্থিক উন্নতি প্রচুর হয়েছে। তাই, আমি উদ্্বৃও 10 ডলার টেমস নদীতে উৎসর্গ করলাম।
জাপানীটা বলল, আমাদের প্রযুক্তিগত উন্নতি হয়েছে অনেক । তাই আমি এমপি থ্রিটা নদীতে ফেলে দিলাম। এখন আমি এমপি ফোর কিনবো। এখন বাংগালী ছাএ পড়লো বাটে। তার হাতে টাকাও নেই, ঘড়িও নেই।
সে কি ফেলবে যেটা গত 5 বছরে বেড়েছে। সে দেখল শিবির সাইজের একটা ছেলে হেটে হেটে আসছে। তাকে সে জাপটে ধরে নদীতে ফেলে দিল। আমেরিকান আর জাপানী বন্ধু হায় হায় করে বলল, কি করলে তুমি? বাংগালী ছাএ বলে, জোট সরকারের গত 5 বছরের উন্নয়নে বহু শিবির উৎপাদন হয়েছে, তারই একটা টেমসে উৎসর্গ করলাম..হা হা... (দয়া করে, কৌতুক নিয়ে মাইন্ড করেন না)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।