আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
আবার অফার দিয়েছে গ্রামীণ ফোন। মাত্র (!) 30 পয়সায় (ভ্যাটছাড়া) প্যাচাল পাড়া। খুবই সুলক্ষণ। কিসের লক্ষণ জানি না। তবে এটা জানি আবারো গভার রাতে জরুরী ফোনালাপে বিড়ম্বনার জন্ম হয়েছে।
এই বিষয়টি মনে করিয়ে দেয় ডিজুসের মার্কেট ধরার ঐতিহাসিক(!) দিনগুলির কথা।
রাত 12 টার পর খবর পেলেন আপনার কোন বন্ধু কিংবা স্বজনের বিপদ হয়েছে। আপনার দরকার জরুরী ফোনালাপ। কিন্তু আমি নিশ্চিত। আপনি কয়েকবার নেটওয়ার্ক পেতে ব্যর্থ হবেন।
কারণ 30 পয়সা (35 পয়সা) ব্যস্ত রেখেছে বাঙালিকে, ব্যস্ত রেখেছে গ্রামীনফোনের নেটওয়ার্ককে। সেই ডিজুসের এক রাতে যেমন এক বন্ধুর মারত্মক অসুস্থতায় ডাক্তারকে ফোন করতে গিয়ে বারবার ব্যস্ত পেয়েছিলাম নেটওয়ার্ক। বোঝেন অবস্থা।
গ্রামীণফোনকে অনুরোধ করবো-নেটওয়ার্ক উপযুক্ত না করে দয়া করে এমন অফার দিয়ে আর বিড়ম্বনায় ফেলেন না আমাদের। আপনাদের অবস্থা এমন যে পকেটে টাকা নেই, পেটে ভাত নেই; কিন্তু দই খাওয়া চাই-চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।