সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
ওরা দু'জন একসাথে একটা পিজা রেষ্টুরেন্টে বসেছে। ক'দিন আগে পরিচিত হয়েছে দু্থজন, প্রথম দর্শনেই প্রেম। বিয়ের দিনক্ষন ঠিকঠাক করার পরিকল্পনা চলছে। সেজন্যেই এই পিজা রেষ্টুরেন্টে বেছে নেয়া।
ছেলে: আমি একটি পিজার অর্ডার দিতে চাচ্ছি।
তুমি কোনটা খাবে।
মেয়ে: আমি খাব না।
ছেলে: ঠিক আছে।
মেয়ে: ভাবছি, আমিও একটা খাব কি না।
ছেলে: কোনটা খেতে চাও?
মেয়ে: জানি না।
ছেলে: কি খেতে চাও, তা জাননা?
মেয়ে: না।
ছেলে: তোমার ক্ষিদে আছে?
মেয়ে: ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে কিছুটা আছে।
ছেলে: মনে হচ্ছে মানে ?
মেয়ে: তার অর্থ, আমি নিশ্চিত নই, ক্ষিদে আছে কি না।
ছেলে: আমার ক্ষিদে লাগলে কিন্তু আমি টের পাই।
মেয়ে: হয়তো আমার পরেও ক্ষিদে লাগতে পারে।
ছেলে: তাহলে তোমার জন্যেও অর্ডার দেই।
মেয়ে: কিন্তু পরে যদি আমার খেতে ইচ্ছে না করে!
ছেলে: তাহলে খেও না!
মেয়ে: খামোখা পয়সা নষ্ট!
ছেলে: তাহলে কালকের জন্যে রেখে দিও।
মেয়ে: কাল যদি পিজা খেতে আমার রুচি না হয়?
ছেলে: পিজা সবসময়েই খাওয়া যায়।
মেয়ে: আমি সবসময়ে খেতে পারি না।
ছেলে: তাহলে অন্য কিছু অর্ডার দাও।
মেয়ে: আমি অন্য কিছু খেতে চাইনা।
ছেলে: তার মানে পিজাই খাবে!
মেয়ে: না।
ছেলে: তাহলে খাবেই না।
মেয়ে: খেতে হবে কিছু একটা।
ছেলে: তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ।
মেয়ে: তুমি তোমার নিজের জন্যে অর্ডার দিলেই পার!
ছেলে: ঠিক আছে, তোমার যা মর্জি।
মেয়ে: তাহলে মাসরুম সহ একটা পিজা নাও।
ছেলে: মাসরুম আমি পছন্দ করি না।
মেয়ে: আমি করি।
ছেলে: কিন্তু আমি তে আমার জন্যে অর্ডার দিচ্ছি।
মেয়ে: ঠিকই করছো।
ছেলে: তাহলে মাসরুম কেন?
মেয়ে: যাতে আমার ক্ষিদে লাগেলে কিছু খেতে পারি।
ছেলে: মানে?
মেয়ে: তুমি কি মনে করো, আমার ভাল না লগলে আমি খাব?
ছেলে: তুমি খাবে কেন?
মেয়ে: কেন খাব না?
ছেলে: তার মানে তুমি বলতে চাচ্ছ, আমি আমার জন্যে অর্ডার দেব, যাতে তোমার পরে ক্ষিদে লাগলে খেতে পার?
মেয়ে: এই বার ঠিক ধরেছো।
ছেলে: তাহলে আমি কি খাব?
মেয়ে: তোমার পরে ক্ষিদে না ও থাকতে পারে।
বলা বাহুল্য, ওদের বিয়ে হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।