যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
টমাস কালাইলের দেওয়া ইতিহাসের 'থিওরী অফ গ্রেট ম্যান' এ তিনি বলছিলেন যে পৃথিবীর ইতিহাস মূলত খুব উচুমাপের কয়েকজন মানুষের বায়োগ্রাফি মাত্র। তিনি মনে করতেন, অল্প কয়েকজন শক্তিশালী ও সুবিখ্যাত মানুষের মাধ্যমেই পুরো মানব প্রজাতির সম্মিলিত ভাগ্য নির্ধারিত হয়ে যায়, নির্ধারিত হয় তাদের গতি-অগতি। তার সেই থিওরী 2006 এর শেষে এসে অনেকটাই হুমকির সন্মুখিন হয়েছে। দিন বদলে গেছে!
থিওরীরর প্রতি হুমকিই, কারন টাইমস ম্যাগাজিন তাদের পার্সন অফ দি ইয়ার করতে গিয়ে 2006 সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটি বের করতে গিয়ে আবিস্কার করেছে যে এই সন্মানটা আপনিই পেতে পারেন। ফলে টাইমসের পার্সন অফ দি ইয়ার করা হয়েছে, ইউ বা আপনি শিরোনামে।
কোন নাম করা ব্যক্তির ছবি প্রচ্ছদে জায়গা না দিয়ে তারা মূল প্রচ্ছদে সেটে দিয়েছে একটা প্রতিবিম্ব তৈরী করতে পারে এরকম একটা চকমকি কাগজ যাতে আপনি আপনার মুখ দেখতে পারেন, কারন এবারের পার্সন অফ দি ইয়ার যে আপনিই।
হ্যা, শিরোনামে কোন ভুল নেই। টাইমসের 2006 সালের পার্সন অফ দি ইয়ারে সত্যি সত্যি আছে রিজওয়ান এবং অমি রহমান পিয়াল। কারন 2006 সালে তারা ওয়ালর্ড ওয়াইড ওয়েবকে আরো তথ্য সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা রেখেছে। 2006 সালে ইন্টারনেটে ব্লগের মাধ্যমে, অন্যান্য ওয়েব প্রযুক্তি ও সার্ভিস যেমন ইউটিউব, মাই স্পেস, আইমিম, পডকাস্ট ইত্যাদির মাধ্যমে যারা নিজেদের কনটেন্ট, লেখা, দৃষ্টিভঙ্গি শেয়ার করেছে তারাই গত বছরের পার্সন অফ দি ইয়ার।
যেখানে আজ থেকে 15 বছর আগে ইন্টারনেটের জন্ম হয়েছিলো বিজ্ঞানী ও গবেষকদের ভিতরে তথ্য শেয়ারিংয়ের জন্য, সেখানে আজকের ইন্টারনেটের নতুন সংস্করনের নতুন চেহারা পালটে দিচ্ছে ব্লগাররা, দিচ্ছে ডিজিটাল বা ভিডিও ক্যামেরা হাতে ক্ষুদে ব্যবহারকারীরা। এককভাবে এরকম একজন ব্লগার ইন্টারনেটে যত অল্পই তথ্য বা কনটেন্ট যুক্ত করুক না কেন, সমষ্টিগতভাবে এর প্রভাব বিশাল। মিলিয়ন মিলিয়ন ব্লগ এই মুহুর্তে ইন্টারনেটে। শত শত মানুষ এই সময়ে পোস্ট করে তাদের মনের কথা, সমাজের কথা যুক্ত করছে। কেউবা আপলোড করছে তার স্কুলে আসা অতিথিও ভিডিওটি ইউটিউবে।
কেউ বা ফটো ব্লগে সম্প্রতি আলাস্কায় ঘুরে আসা ট্রিপের কথা আর ভ্রমন ছবি যুক্ত করছে। বেড়েই চলছে তথ্য ভান্ডারের শষ্য।
[link|http://cyber.law.harvard.edu/globalvoices/author/rezwan/|
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।