আমাদের কথা খুঁজে নিন

   

শায়খ ও বাংলা ভাই



শায়খ ও বাংলা ভাই প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবে । এখন প্রশ্ন হচ্ছে, েপ্রসিডেন্ট কি সিদ্ধান্ত নেবেন । আপাততঃ য দি ধরে নেই তাদেরকে মাফ করা ঠিক হবে না, তবে কি এখানেই সব সমস্যার সমাধান ? এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়ার পর আমার মনে হয়, মানুষ তাকে আর ততটা অপরাধী হিসেবে দেখে না । সাদ্দামকে ফাঁসি দেওয়ার পর , সে অপরাধী হলেও হিরো বনে গেছে। শায়খ তো অপরকে দিয়ে বোম ফাটিয়ে নিজে বেঁচে আছে, তার ব্যাপারটা পুরোপুরি বিতর্কিত ।

বাংলা ভাই সম্পর্কে যতটুকু জানি তিনি চরম প্থিী দেরকে দমন করেছিলেন । তবে চরম প্থিী দেরকে দমন করাতে এলাকায় যে নিরাপত্তা এসেছিল তা কিন্তু পুলিশ ও দিতে পারে নি । প্রমাণ , এলাকার জন গণের সমথন । তারও ভূল ছিল - কিছু নিরীহ লোক ধরা খেয়েছে । তাই অন্তত: বাংলা ভাইয়ের ব্যাপারে যাবজ্জীবন কারাভোগ দেয়া অন্যায় হবে বলে আমি মনে করি না ।

[ অবশ্যই আমি আইনের শাসন বিশ্বাস করি এবং তাই চাই - এতে যে কোনো অশুভ শক্তি র আগমন কাম্য নয় । ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.