আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো ঢাকার হারানো পুরাকীর্তি

জাদুনগরের কড়চা

দেশে গিয়েছিলাম আড়াই বছর পরে। গিয়েই কোরবানীর ঈদ হতে শুরু করে নানা কাজে ব্যস্ত হয়ে সময় কাটলো। এর মধ্যে উইকিপিডিয়ার জন্য ছবি তোলার উদ্দেশ্যে পুরানো ঢাকায় একদিন গেলাম। এ নিয়ে বিস্তারিত পরে লিখবো। কিন্তু খুব খারাপ লাগলো, আমাদের ইতিহাস ও ঐতিহ্যবাহী সব পুরাকীর্তিকে কিভাবে ঘিঞ্জি ঘরবাড়ি গ্রাস করে নিয়েছে, তা দেখে।

উনবিংশ শতকের মাঝে তোলা ছবিগুলোতে বড় কাটরা বুড়িগঙ্গা হতে দেখা যেতো, আর ইংরেজ কর্নেল ডেভিডসন তাকে বর্ণনা করেছিলেন ঢাকার অন্যতম মনোরম অট্টালিকা হিসাবে। হায়, আজ বড় কাটরার উপরে মাদ্রাসার সাইনবোর্ড, আর পুরাটা ঢাকা পড়ে আছে ঘরবাড়ি আর মোবাইল ফোনের দোকানে। আর পিডিবি/ডেসার কল্যাণে বড় কাটরার ঠিক সামনে স্থাপিত হয়েছে খুব বড় একটা ট্রান্সফর্মার আর তার "খাম্বা"। ১৬৪২ সালে পথিকদের বিশ্রাম নেয়ার স্থান হিসাবে বড় কাটরা স্থাপিত হয়েছিলো। সাড়ে তিনশো বছরের বেশি হতে চললো, অথচ এই সুন্দর ভবনটিকে আজ পুরাপুরি ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

ওয়াশিংটন ডিসিতে মাত্র শ খানেক বছরের পুরানো সৌধ দেখতে লাখ লাখ লোক কোটি ডলার ফেলছে, আর আমরা এসব পুরাকীর্তিকে ভেঙ্গে বা দখলে রাখলেই খুশি!! পুরানো ঢাকায় উইকি-অভিযান সম্পর্কে আগামী পোস্টে লিখবো। তবে পুরানো ঢাকার ছবির সিরিজ দেখতে চাইলে !@@!435623 !@@!435624

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।