কলপনার মাঝে ভেসে আছি
শান্ত হাটছে পথে
হাঁটতে গিয়ে দেখা পেল অপরূপ এক মেয়ের
মেয়েটির চোখে আছে মিশে
অজানা এক পরিচয় আর অচেনা একরূপ
তার মুখটি সাগরের মত নীরব কোমল
তার চাহনি দেখে হয় মনে সে যেন এসেছে
দূরের কোন গ্রহ থেকে
তার পরশ যে পাবে সে নিজেকে ভাববে
সে আছে স্বপ্নের দেশে
আর এই সুখ থেকে চাইবে না যেতে দূরে
শান্ত ঠিক খুজেছিল এই মেয়েকে
যে হতে পারে তার জীবনের সকল সুখ
শান্ত এগিয়ে যায় মেয়েটির কাছে
হঠাৎ শান্ত নীরব
তার চোখ বেয়ে পড়ছে অজস্র জল
কি হল ওর ও কাদছে কেন?
সেই মেয়েটির চোখে নেই কোন প্রদীপ
আছে শুধু আধার
অবশেষে শান্ত চলে যায়
ওর হৃদয়ের ভালবাসা হল বদ্ধ
আর ওর ভালবাসা থাকল রূপের মধ্যেই সীমাবদ্ধ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।