শুক্রবার নিউইয়র্কের গ্রান্ড আইল্যান্ডের একটি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন গিনিজ ওয়াল্ড রেকর্ডস’র জেরন্টলজি বিশেষজ্ঞ রবার্ট ইয়ং।
গত ১২ জুনে ১১৬ বছর বয়সে জিরোমন কিমুরার মৃত্যু হলে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হন স্যানচেজ ব্যাজকুয়েজ।
স্পেনের একটি গ্রামে ১৯০১ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন ব্যাজকুয়েজ। স্পেনের স্থানীয় বাদ্যযন্ত্র দুলযাইনা বাজানোর দক্ষতার জন্য তিনি পরিচিত হয়ে ওঠেন। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েতে দুলযাইনা বাজাতেন তিনি।
১৭ বছর বয়সে বড় ভাই পেদ্রোর সঙ্গে তিনি কিউবায় পাড়ি জমান। সেখানে আখের ক্ষেতে কাজ করতেন তারা।
১৯২০ সালে যুক্তরাষ্ট্রে এসে কেন্টাকির একটি কয়লা খনিতে কাজ শুরু করেন। পরে পাকাপাকিভাবে নিউইয়র্ক রাজ্যের নায়াগ্রা জলপ্রপাত এলাকায় চলে যান। সেখানে ১৯৩৪ সালে স্ত্রী পার্লকে বিয়ে করেন।
১৯৮৮ সালে স্ত্রী পার্ল মারা যান। ২০০৭ সালে তাকে গ্রান্ড আইল্যান্ডের নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ একজন নারী। মিসাও ওকাওয়া নামের জাপানি এই নারীর বয়স ১১৫ বছর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।