আগের তিন ম্যাচের প্রতিটিতেই জয়। সমানতালেই এগিয়ে চলেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে পয়েন্টের ব্যবধান হয়ে গেল গত রাতে। বার্সা জয়ের ধারা ধরে রাখলেও ড্র করেছে রিয়াল।
প্রথমে মাঠে নেমেছিল রিয়াল, ভিয়ারিয়ালের বিপক্ষে।
শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। অপর ম্যাচে সেভিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।
রেকর্ড এক হাজার কোটি টাকায় এ মৌসুমে গ্যারেথ বেলকে কিনে এনেছে রিয়াল। তাঁর মতো একজন খেলোয়াড়কে এত অর্থ দিয়ে কেনার যৌক্তিকতা ছিল না, এ নিয়ে ঢের বিতর্ক হয়েছে। গতকালই ছিল রিয়ালের জার্সি গায়ে বেলের প্রথম ম্যাচ।
অভিষেকেই গোলের দেখা পেয়েছেন ওয়েলসের এই মিডফিল্ডার। ২১ মিনিটে ক্যানির গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৩৯ মিনিটের মাথায় রিয়ালকে সমতায় ফেরান বেল। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬৪ মিনিটে স্কোরলাইন ২-১ করে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। মাত্র ছয় মিনিট পরই ভিয়ারিয়ালকে সমতায় ফেরান দস সান্তোস। ম্যাচের বাকি সময়ে এগিয়ে যাওয়ার চেষ্টার কমতি রাখেনি রিয়াল। তবে প্রাপ্তি শুধুই হতাশা।
সেভিয়ার বিপক্ষে বার্সার ম্যাচটা ঠিক বার্সাসুলভ হয়নি।
স্প্যানিশ চ্যাম্পিয়নরা তো ড্র করতেই বসেছিল! ভাগ্যিস অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করেছিলেন অ্যালেক্সিস সানচেজ। না হলে বার্সার পরিণতি হতো রিয়ালের মতোই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।