ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
আগুনে দিয়েছি হাত
পুড়ছে সোনার অঙ্গ আপাদমস্তক
এ কেমন তোমার অনল- আমৃত্যু শিখায়
জ্বালায় সর্বস্ব অবিরাম!
যেখানেই যাই কয়লার ছাইঘর
দম বন্ধ করে দেয় আবদ্ধ হাওয়া
নেই কোনো পথ সামনে, ডাইনে, বাঁয়ে
চলবো এগিয়ে সীমাহীন!
পরিত্যক্ত উঠোনে শৃগাল নাচে আজ
হিসফাস করে অরণ্য শ্বাপদ-
তোমার বিরহ আনে আমূল বিনাশ
আমি পুড়ে যাই সশরীর!
২৩.১২.২০০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।