শনিবার যুক্তরাষ্ট্রের অনলাইন পত্রিকা ‘দ্যা ডেইলি বিস্ট’র কাছে দেয়া এক সাক্ষাৎকারে হত্যার দায় স্বীকার করেন তালিবানের দলছুট অংশ ‘সুইসাইড গ্রুপ অফ দা ইসলামিক মুভমেন্ট অফ আফগানিস্তান ’ এর মুখপাত্র কারি হামজা।
ভারতের ‘চর’ হিসেবে কাজ করার জন্য সুস্মিতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
“আমারা তাকে অপহরণ করেছি, জিজ্ঞাসাবাদ করেছি এবং মেরে ফেলে রেখে গেছি,” বলেন তিনি।
‘কাবুলিওয়ালার বাঙালি বউ’ নামের বইয়ের লেখিকা সুস্মিতা তাঁর স্বামীর সঙ্গে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের রাজধানী খারানা শহরে বসবাস করতেন।
গত ৫ সেপ্টেম্বর পাকিস্তান সীমান্তের কাছের ওই বাড়িতে হামলা চালায় জঙ্গিরা।
এ সময় স্বামী জানবাজ খানসহ পরিবারের অন্য সদস্যদেরকে বেঁধে রেখে সুস্মিতাকে (৪৯) বাড়ির বাইরে নিয়ে গিয়ে হত্যা করে তারা।
পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি মাদ্রাসার পাশে সুস্মিতার লাশ পাওয় যায়।
হত্যাকাণ্ডের পাঁচ দিন পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে আফগান পুলিশ।
ডেইলি বিস্ট জানিয়েছে, ‘সুইসাইড গ্রুপ অফ দা ইসলামিক মুভমেন্ট অফ আফগানিস্তান ’ মূল তালিবান থেকে বেরিয়ে যাওয়া একটি বিক্ষুব্ধ অংশ। মোল্লা নাজিবুল্লার নেতৃত্বাধীন এই গোষ্ঠী চলতি বছরের প্রথম দিকে তালেবান থেকে আলাদা হয়ে যায়।
কঠোর ভারত বিরোধী এই জঙ্গি সংগঠনটির দাবি “পাকিস্তান এবং আফগানিস্তান বিরোধী কার্যকলাপের কেন্দ্র হিসেবে আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।