তালেবানের কবল থেকে দেড় দশক আগে পালিয়ে আসার স্মৃতি নিয়ে বই লিখে যিনি সাড়া ফেলেছিলেন, সেই সুস্মিতা ব্যানার্জি আফগানিস্তানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বুধবারের এ হত্যাকাণ্ডের জন্যও তালেবান গোষ্ঠীকেই দায়ী করছে আফগান পুলিশ। পাকতিতা রাজ্যে বাড়ি থেকে তুলে নিয়ে সুস্মিতাকে (৪৯) হত্যা করা হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। কলকাতার মেয়ে সুস্মিতা ১৯৮৮ সালে আফগান ব্যবসায়ী জানবাজ খানকে বিয়ে করে আফগানিস্তানে পাড়ি জমান। ১৯৯৩ সালে দেশটিতে তালেবানি শাসন শুরুর পর তাদের রোষানলে পড়েন সুস্মিতা।
তবে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে দুই বছর পর পালিয়ে ভারতে যেতে পেরেছিলেন তিনি। এ অভিজ্ঞতা নিয়ে বাঙালি এই নারী 'এ কাবলিওয়ালাস বেঙ্গলি ওয়াইফ' শিরোনামের একটি স্মৃতিকথা লেখেন। যা ভারতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় স্থান পায়। বইটি অবলম্বনে ২০০৩ সালে বলিউডে 'এসকেপ ফ্রম তালেবান' নামের একটি চলচ্চিত্রও নির্মিত হয়। এদিকে আফগানিস্তান তালেবানদের হাতে বাঙালি লেখিকা সুস্মিতা বন্দোপ্যাধ্যায়ের খুন হওয়ার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে ভারত।
টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।