আমাদের কথা খুঁজে নিন

   

আসেন রম্য করি। আইজ আন অফিসিয়াল রম্য দিবস

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

ব্লগে ধম্ম ধম্ম কইরা জাত গ্যালো গা। এই গরীবেও সেই একই লাইনের অপরাধী। তয় সে দাম্ভিক পাপী নয়, সে লজ্জিত পাপী। ব্লগে ধম্ম বিষয় লইয়া অন্ধকার হইয়া গ্যাছে গা। আসেন একটু রম্য করি।

যাগো স্টকে ভালো মানের রম্য গপপো আছে ছাড়েন। হুইনা আন্ধার কাটাই। খোদায় নিজেও রম্য রস খুব ভালোবাসেন, খোদার কসম। ন্যাংটুপুটু আদমরে ফল খাওয়াইয়া শরম পাওয়াইয়া দেওনের দুষ্টুমী বুদ্ধিটা মানব ইতিহাসে লিপিবদ্ধ খোদার প্রথম রম্যকাহিনী। তার আগেও অনাদিকালে সৃষ্টির শুরু থেইকাই তিনি বিভিন্ন উচ্চ মার্গের রম্য করিয়া আসিতেছেন।

মহাবিশ্বে ব্ল্যাকহোল বলিয়া সুবিশাল কাহিনী তিনি তৈয়ার করিয়া রাখিয়াছেন যেইখানে সময়েও নিস্তার নাই। আলো আর সময়রে ওইখানে "নাই কইরা" হেভী মজা পান তিনি। প্রত্যেকের জীবন নিয়া তো তিনি প্রায়শই জোকসে ব্যস্ত। মানুষ হিসেবে যেটা করতে যাইবেন, নিশ্চিত হাত বাড়াইয়া পাইতে যাইবেন - সেইটারে শেষ কালে "নাই কইরা দেওন" তার প্রিয় জোকসগুলার মইধ্যে একটা। রহস্যবাদীরা তাই স্রষ্টারে ট্রিকস্টার কয়।

হ্যায় খালি ট্রিকস খেলায়। কানাই খালি খেইড় খেলায়। আসেন আমরাও আইজ সারাদিন রম্য করি। আইজকা আন অফিসিয়াল রম্য দিবস। ( ইতোমধ্যে সঙ্গীসাথী ব্লগারদের লেইগা রম্য করছেন যারা: [গাঢ়]>>সাদিক'স রেকমেন্ড :: [/গাঢ়] [link|http://www.somewhereinblog.net/Hasan_Murshedblog/post/28693413|nvmvb



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.