যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
আমার হারিয়ে যাওয়া (অথবা কখনো না হারানো) প্রেমিকার খুব আক্ষেপ ছিলো আমি তাকে কেন চিঠি লেখি না। বেচারী সেই আক্ষেপ নিয়েই এ জীবন থেকে বিদায় নিয়ে অন্য কোথাও চলে গ্যাছে। নিশ্চই আমরা স্রষ্টার জন্য এবং তার দিকেই অন্তিম যাত্রা।
মুহুমুহু এসএমএস, ইয়াহুতে অনলাইন কথা বার্তা, ই-মেইল, মিনিটে মিনিটে টেলিফোন আর মরার ব্যস্ততায় আমার দু' দন্ড স্থির হয়ে বসে ওকে চিঠি লেখা আর হয়ে উঠতো না। এখনও হয় না কারো জন্যই।
তাই এই অস্থির আমি চিঠি লেখার অভ্যাস কখনোই মকশো করতে পারলাম না। প্রেমিকার সেই আক্ষেপ এখনও মাঝে মধ্যে মনে পড়ে। আহারে বেচারীর আমার চিঠি পাওয়ার, পড়ার, মাঝে মধ্যে বের করে নেড়ে চেড়ে দেখার ইচ্ছেটা অপূরণ রাখার অভিমান। (ব্যক্তিগত ব্যাপার স্যাপার নিয়ে কথা আপাতত তুলে রাখি, আবঝাব ভূমিকা করি যত্তোসব!!)।
চিঠি লেখার অভ্যাস আমাদের একেবারেই নেই।
তাই ভাবছি এই ব্লগস্ফিয়ারে একটা চিঠি লেখার খেলা চালু করলে ক্যামন হয়?
নিয়ম অনেকটার এরকম এবং অবশ্যই সাদামাটা।
1. আপনি একটি সত্যিকারের চিঠি লিখবেন ব্লগ পোস্টে। (অথবা হাতে প্রথমে লিখতে পারেন, তারপরে পোস্ট আকারে, আগে বা পরে হোক, চিঠিটা সাদা কাগজে হাতে লিখতে হবে একসময়)।
2. যাকে লিখছেন তাকে চিঠিটা সত্যি সত্যি পোস্ট করবেন। কাকে লিখবেন সেই স্বাধীনতা সম্পূর্ণ আপনার।
3. অন্য ব্লগারের কাছে লিখলেও নিয়মটা একই থাকবে। ঠিকানা খুঁজে বের করে ডাকবাক্সে পোস্ট করতে হবে চিঠিটা।
লন শুরু করেন ব্লগারবাসী। গেট, সেট গো...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।