সাদ্দামের বিচার ও ফাঁসির সাথে বাংলাদেশের দু'টি ঘটনার যথেষ্ট মিল খুজে পাওয়া যায়।
1। মার্কিন নিয়ন্ত্রিত ইরাকের দখলদারী আদালতে আরব জাতীয়তাবাদী নেতা সাদ্দাম হোসেনের প্রহসনমূলক বিচারের সাথে বাংলাদেশে স্বৈরশাহী জিয়াউর রহমানের সামরিক আদালতে কর্নেল তাহের-এর বিচার ও ফাঁসি দেয়ার ঘটনায় হুবহু মিল রয়ে ছে বলে আমার মনে হয়।
2। আর একটি বিষয় হচ্ছে পবিত্র ঈদের দিন সাদ্দামের মৃত্যদন্ড কার্যকর করে প্রেসিডেন্ট বুশ ও তার ইরাকী তাবেদার সরকার মুসলিম জাতির সাথে যে ঈদ উপহাস করেছেন - তার সাথে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া'র জন্ম দিন পালন করার যথেষ্ট মিল রয়েছে, এটা হচ্ছে দেশনেত্রীর পক্ষ থেকে বাঙ্গালী জাতির জন্য জন্ম দিনের উপহাস।
ব্লগার বন্ধুরা, আপনাদের কাছেও কি তাই মনে হয়? নাকি আমি প্যাচাইল্যা বলে আমার কাছে এরকম মনে হয়? আপনাদের মতামত জানাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।