আমাদের কথা খুঁজে নিন

   

সাদ্দামের মৃত্যুতে আমার বুক ভার হয়ে আছে

বন্ধুদের নিয়ে বাঁচি

সাদ্দাম হোসেনকে ওরা খুন করেছে!সকালে আধো আধো ঘুম চোখে নিয়ে চ্যানেল আইয়ের খবর শুনছিলাম। সবগুলো পত্রিকার হেড লাইন বিনা কষ্টে জানা যায় বলে 7টা বা 9টার খবরটা দেখি। সংবাদ পাঠিকা খবরের এক পযর্ায়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানালেন, মিনিট দশেক আগে ফাসিঁতে ঝুলিয়ে সাদ্দামের মৃতু্যদন্ড কার্যকর করা হয়েছে। মুহুর্তে চোখের ঘুম হাওয়া হয়ে যায়। বুকটা মুচড়ে ওঠে।

বিবিসি খুঁেজ পাওয়ার চেষ্টা করি। স্কাই নিউজ খুঁেজ পাই আগে। বাগদাদ থেকে ঘুম চোখে রিপোর্টার জানাচ্ছিলেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত কুয়্যাতি টিভি ছাড়া কোন মিডিয়াকে এই ফাঁিসর খবর কাভারের সুযোগ দেয়া হয়নি। আজই তাকে ফাঁিস দেয়া হবে এটা নিশ্চিতভাবে কাউকে জানতেও দেয়া হয়নি। রিপোর্টার এই ফাঁিস বিষয়ে বলেন,মার্কিন প্রশাসন প্রভাবিত সাদ্দামের ফাঁিসর রায়কে রাজনৈতিক হিসেবে উল্লেখ করেন।

আমি আবার বিবিসি খুঁেজ পাওয়ার চেষ্টা করি । সিএনএন চোখে পড়ে প্রথমেই। দেখি ওদের রিপোর্টার উচ্ছাসমাখা মুখে কারাগারের সামনে থেকে লাইভ দিচ্ছে। সেখানে দেড় -দ'ুশো লোক সাদ্দামের মৃতু্যতে উল্লাস প্রকাশ করছে। রিপোর্টার বলছেন, সাদ্দামের মৃতু্যতে ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

এবং এদেশের মানুষ তার মৃত্যুদন্ড কার্যকর করায় খুশি। তারপর স্থানীয় এক মসজিদের ইমামের সাক্ষাতকার প্রচার করা হয় তাতে ইমাম বলেন তার মৃতু্যর ফলে ইরাকের মানুষ দুঃশাসন থেকে রিলিফ পেলো। এখন ইরাকের মানুষের জন্য সুন্দর আগামী অপেক্ষা করছে। আমি রিমোর্ট টিপে আবার স্কাই নিউজে যাই। বৌ তখনো ঘুমাচ্ছিল ।

তাকে জাগিয়ে বলি,সাদ্দামের ফাঁিস দিয়ে দিয়েছে। ও হতচকিত হয়ে বললো ,বলো কী! কী স্পধর্া দেখালো ইদের দিনে একটা মুসলিম দেশের সাবেক প্রেসিডেন্টকে ফাঁিস দিয়ে দিলো। কারো কোন কথা ভ্রূক্ষেপই করলো না। বুয়া চা নিয়ে আসে। সে বিষয়টা জানার পর খুব মন খারাপ করলো।

বললো ,আমার বড় পোলার নাম সাদ্দাম রাখছিলাম। বুয়ার ছেলে সাদ্দামকে আমি চিনি। তাকে সাদ্দাম বলে ডাকলে সে বলে, আমার নাম বাপের বেটা সাদ্দাম! অফিসে এসে ব্লগে দেখলাম কয়েকজন এ নিয়ে পোস্ট দিয়েছেন। তাদের কড়া ভাষায় সমালোচিত হয়েছেন। আমিও জানি,সাদ্দাম তার শাসনের সময় অনেক মানুষ খুন করেছেন।

তারপরও সাদ্দামের মৃতু্যতে আজ আমার মন খুব খারাপ। মার্কিনীরা কী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইরাকে!ইতোমধ্যে কী করেছে। সাদ্দামের জন্য আমার এতো মায়া হচ্ছে কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.