আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপি নিউ ইয়ার : টাইমস স্কয়ার

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

সবাইকে নিউ ইয়ার-এর শুভেচ্ছা। ঠিক যে মুহূর্তে আমি নিউ ইয়ার উদযাপন করছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সবাই ঈদের আনুষ্ঠানিকতায় ব্যস্ত, তাই নিউ ইয়ারের পাশাপাশি পবিএ ঈদের-ও শুভেচ্ছা রইল সবার প্রতি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটান শহরে অবস্থান করার সুবাদে এবার আমার সৌভাগ্য হয়েছে প্রায় 1মিলিয়ন মানুষের সাথে নতুন বছরকে স্বাগত জানানোর। আমি ম্যানহাটান শহরের 9ম এ্যাভিনিউতে অবস্থান করছি, আর সে সুবাদে টাইমস স্কয়ার আমার বাসা থেকে দেখা যায়। আজ সকাল থেকেই ম্যানহাটান শহরটি মানুষের পদচারণায় মুখর ছিলো।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে, টাইমস স্কয়ারে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ ভাগাভাগি করে নিতে। আমার ধারণা পৃথিবীর এমন কোন দেশ ছিলোনা যেখান থেকে অন্তত 1জন মানুষ এখানে না এসেছে। সন্ধ্যা হতেই এই শহরে মানুষের আনাগোণা বেড়ে যেতে দেখা যায়, পাশপাশি সাপ্তাহিক ছুটির কারণেই এখানে মানুষের সংখ্যা ছিলো অনেক। মানুষের পাশাপাশি এখানে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলো নিউ ইয়র্ক শহরের পুলিশ প্রশাসন(এন.ওয়াই.পি.ডি)। অসম্ভব রকম নিরাপত্তার মধ্যে দিয়ে কোন রকম অঘটন ছাড়াই এখানে প্রায় 1মিলিয়ন মানুষ আজ বরণ করে নিয়েছে নতুন বছরকে।

আনন্দ উদ্দীপনার কোন কমতিই আমার চোখে পড়েনি। সব জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে জড়ো হয়েছিলো নতুন বছরকে স্বাগত জানাতে। ভালো-মন্দ সব কিছু মিলিয়ে বিদায় নিলো 2006, অনেকের মতোই এই বছরটা আমার জীবনেও স্মরণীয় হয়ে থাকবে বিশেষ কিছু কারণে। ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে খুব বেশী কিছু লিখা সম্ভব হলোনা হয়তো, তবুও বলবো এখানে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দই অন্যরকম। ঠিক যে মুহূর্তে আমি এই লিখাটা লিখছি, ঠিক তখনো আমার ঘরের জানালা দিয়ে ভেসে আসছে, মানুষের আনন্দ-উল্লাসের ধ্বনি, হাসি, পটকা ফাটানো, চিৎকার, পুলিশের গাড়ির সাইরেন-এর শব্দ।

এ এক অন্যরকম ভালোলাগা। শেষ করার আগে বলবো, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ-উল্লাস, ভালোলাগা-ভালোবাসার বারতা। সবাই ভালো থাকুন। স্বাগতম 2007।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.