আমাদের কথা খুঁজে নিন

   

হিস্ট্রি অন দ্যা মেকিং

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

বিদেশ বিভূঁইয়ে এই প্রথম ঈদটা খুব সুবিধাজনক ভাবে পড়লো। শনিবার দিন ঈদ হইলে ঘুরা যায় প্রচুর, পেটটারে টর্চার করলেও , রবিবার দিনটা রিকভারী ডে হিসেবে থাকে। আগের বছর একেবারে সেমিস্টারের মধ্যে, স্কুল খোলা দিনে ঈদ হওয়ায় এই সুবিধাটা পাওয়া যাইতো না। এবার ঊপরি হইছে, স্কুল বন্ধ, ১ তারিখ সোমবার নিঊ ইয়ার। মসজিদ থেইকা ৮-১০টা গাড়ী নিয়া পোলা-পানের কাফেলা শুর হয়, চলে মধ্যরাত অব্দি।

বাঙ্গালী জনগন এই দিন আমাগো মানে গ্রাজুয়েট স্টুডেন্টগো খাওয়াইয়া খুব আনন্দ পায়। আমরাও আনন্দ পাই খাইয়া, গেঁজাইইয়া, প্রত্যেকের ড্রইং রুমে ইরাক-আমেরিকা, আ লীগ-বিএনপি, বুশ-ক্লিনটন, তস্য তস্য করিয়া। এইবার একটা নতুন আইটেম যোগ করলাম সেইটা হইল যাবতীয় সাইন্টিফিক এবং নন সাইন্টিফিক ওয়ার্ডের বাংলা প্রতিশব্দ করা, এবং নিশ্চিতভাবেই আমি ভীষণ মজা পাইছি এই বিষয়টাতে। জানানোর মত খবর একটাই আছে সেটা হইল গতকল্য ইতিহাস তৈয়ার হইছে। টানা ৭ জায়গায় খাইছি , কোণ বিরতি ছাড়া।

মৈমনসিংহ লাইনের গাড়ীর মত না, এক জায়গা থিকা আরেক জায়গায় যাইতেই যা সময় লাগছে সেইটাই বিরতি । আইজকা দুপুর থেইকা ইনিংস আবার শুরু হইতাছে। ভাই ও বোনেরা আমি গেলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.