ওরা কারা!
কেন ওরা স্ব-পরিচয় ভুলে পশ্চিমি ভুলের গোলামী করে?
ওরা কি জানেনা ওদের ভিত্তি ধ্বসে গেছে?
পতনের আর বেশি বাকী নেই!!!
ইসলাম নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। নতুন কর্পোরেট জেনারেশন এবং ডিজুস জেনারেশন এর অবষ্থা এতই খারাপ তারা নিজের পরিচয় নিজেও আগ্রহী নয়!!!!
পশ্চিমি দুনিয়ায় পিতা ছাড়া মানুষ স্বাভাবিক, তারা ধরে নিয়েছে। তাদের নৈতিক স্খলন এত বেশি যে তাই স্বাভাবিকতা বলে গণ্য। কিন্তু তাই বলে কি তা অনুসরন যোগ্য???
অথচ ওই উল্লেখিত শ্রেণী এবং তথাকথিত সুশীল গ্রুপ যেন সেই সমাজের বাংলা ভার্সন এই দেশটাতে ছড়িয়ে দিতে চাইছে......!!!!!
নিরদ চৌধুরী স্বাধে তো আর বলেননি - আত্মঘাতি বাঙালী....
লেজকাটা শিয়ালের মতো-( নিজের লেজ কাটা তাই বুঝায় লেজেরই প্রয়োজন নেই) পশ্চিমিরা নিজের পতন, শূন্যতা এবং মিথ্যায় তো ডুবতে বসেছে..দেখছে...
এখন চাইছে সমগ্র বিশ্বটাকে সাথে নিয়ে ডুবতে
আর তার তালে তাল তুলছে মানুষ নামে কিছূ নরাধম .. যারা মনে করে জীবন মানে কেবলই ভোগ.....
বানরের বংশধর ভেবে নিজেকে নিজে পুলকিত হয়..
ডিজুস লাইফের স্বপ্নই তাদের এথিকস..
কর্পোরেট গোলামী আর অর্থহীন নির্বোধ দালালীই পূজি..
এবং তারা এতটাই মদমত্ত.. নিজের ধ্বংসটাও চোখমেলে দেখতে চায়না..
মরলে মরব..ঘুমের মধ্যে.....
কেন তাদের এই অধপতন???!!!
চোখ রাখূন সামনের দিকে....আসছে...
শুধুমাত্র সাইন ব্লগে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।