আমাদের কথা খুঁজে নিন

   

র্যাব ভেঙে না দেওয়া পর্যন্ত জাতিসংঘ মিশনে বাংলাদেশের সৈন্য না নেওয়ার সিদ্ধান্ত

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

হংকংভিত্তিক আনতর্জাতিক মানবাধিকার সংগঠন {এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার (এএলআরসি) এবং এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) } বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত র্যাব ভেঙে না দেওয়া পর্যনত জাতিসংঘ শানতি মিশনে বাংলাদেশের কোনো সৈন্যকে না নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। সংগঠন দুটি জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশের সদস্যপদ স্থগিত রাখতে বলার পাশাপাশি জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ারকে বাংলাদেশ সফর করে পরিস্থিতি যাচাই করতেও পরামর্শ দিয়েছে। এছাড়া, জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করেছে যাতে বাংলাদেশের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যনত তিনি ঢাকায় একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ করেন। বিচারবহিভর্ূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনাগুলোর অংশ বিশেষ বর্ণনা করে র্যাব ও পুলিশ কর্মকর্তাদের একটি সংক্ষিপ্ত তালিকাও জাতিসংঘে পাঠানো হয়েছে যাতে তারা ভবিষ্যতে জাতিসংঘ শানতিরক্ষা মিশনে অংশ নিতে না পারে। এ তালিকায় যেমন আছেন র্যাব মহাপরিচালক, উপমহাপরিচালক, একাধিক কমান্ডিং অফিসার এবং কমান্ডার, তেমনি আছেন প্রত্যনত অঞ্চলের ওসি এবং সহকারী দারোগারাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.