আমাদের কথা খুঁজে নিন

   

গাধা নামের আরো কতগুলো ব্লগ!



গাধা নামক একমাত্র ব্লগ ছিলাম আমি, কিন্তু ইদানিং গাধা ও গাধা সংক্রান্ত আরো কয়েকটি ব্লগারদের দেখা যাইতাছে। এটা দেইখ্যা মনটা কিন্তু আবারো খারাপ হইয়া যাইতাছে। আমার ব্লগ নাম: [গাঢ়]চিরকালই গাধা[/গাঢ়] কিন্তু গাধা ও গাধা সংক্রান্ত আরো কতগুলো ব্লগ আপনাদের জানিয়ে রাখি । এগুলো কিন্তু আমার না, তাই আপনাদের জানা থাকা দরকার: 1. গাধা 2. আমি গাধা 3. গাধা ও গাধী 4. বাংলার গাধা ইত্যাদি ইত্যাদি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।