আমাদের কথা খুঁজে নিন

   

এফএম রেডিও : পর্ব 6

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

আসছে আরো নতুন চ্যানেল এফএম রেডিও চ্যানেল দুটির একটি ক্রেইজ তৈরি হয়েছে। এখন বিভিন্ন শ্রেণীর মানুষ এফএম রেডিও শুনছেন। এ চ্যানেল দুটি রেডিও শ্রোতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এফএম রেডিও স্টেশনের ধারণাটি এখন অনেক বেশি জনপ্রিয়। এর ধারাবাহিকতায় আরো কিছু নতুন এফএম রেডিও চ্যানেল আসছে।

প্রথম এফএম রেডিও হিসেবে যাত্রা শুরম্ন করে রেডিও টুডে 89.6। এর কিছুদিন পরই আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে রেডিও ফুর্তি। ধারণা করা হচ্ছে, চ্যানেল দুটির জনপ্রিয়তার কারণে কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি এফএম রেডিও চ্যানেল চালু হবে। তবে এখন পর্যনত্দ লাইসেন্স পেয়েছে আরো দুটি রেডিও চ্যানেল। এর একটি এবিসি রেডিও (আয়না ব্রডকাস্টিং করপোরেশন রেডিও) এবং অন্যটি রেডিও ইউনিওয়েভ।

এবিসি রেডিও এবং রেডিও ইউনিওয়েভ প্রচারের অপেক্ষায় আছে। এবিসি রেডিও হবে একটি নিউজনির্ভর চ্যানেল। সম্প্রচার শুরু করলে তারাই হবে বাংলাদেশের প্রথম নিউজনির্ভর রেডিও চ্যানেল। অন্যদিকে রেডিও ইউনিওয়েভ শ্রোতাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে অনুষ্ঠান নির্মাণ করবে। বাংলাদেশে এফএম রেডিও স্টেশনের প্রচুর সুযোগ রয়েছে।

নগর কেন্দ্রিকতার পাশাপাশি অনুষ্ঠানগুলো প্রত্যনত্দ অঞ্চলে ছড়িয়ে দিতে পারলে আরো শ্রোতাগোষ্ঠী তৈরি হবে। নতুন নতুন চ্যানেল আসতে থাকলে এক সময় শক্তিশালী মিডিয়া হয়ে উঠবে এফএম রেডিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।