পাঁচ দিনের ‘ঈদ উৎসব’
উৎসবের সকাল [০৬.০০-০৯.০০]: ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন উৎসব আমেজে কথাবন্ধুর ভোরের শো। উৎসবমুখর গান আর কথাবন্ধুর কথায় জমবে আনন্দের সকাল। রবি মিউজিক শেইক [০৯.০০-১২.০০]: দুনিয়াখ্যাত সব মিউজিশিয়ানের সংগীত নিয়ে ‘মিউজিক শেইক’-এ থাকবে একাধিক আয়োজন—ঈদের দিন বিশ্বখ্যাত হিট সিলেকশন ঘিরে রিদম অব সোল, দ্বিতীয় দিন বিখ্যাত সব শিল্পীকে নিয়ে ভয়েস অব লিজেন্ডস, দুনিয়া পাগল করা রকিং সব গান নিয়ে রক বটম ঈদের তৃতীয় দিন, পড়শীর হিট গান নিয়ে নেইবারস টিউন ঈদের চতুর্থ দিন আর পঞ্চম দিনে লং-প্লেতে ভর করে অতীত ভ্রমণ টার্ন টেবিল। রবি রূপালী আনন্দ [১২.০০-১৫.০০]: দুপুর ১২টার খবরের পর থেকে বেলা তিনটা পর্যন্ত পাঁচ দিনই মাজহারুল ইসলাম ও কথাবন্ধু কিবরিয়ার গালগল্পে জমবে রূপালী আনন্দ। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিনের বিশেষ আয়োজন শুভমুক্তি শুনবেন মাজহারুল ইসলামের সঙ্গে। পুনঃপ্রচারে শুনবেন ঈদের পঞ্চম দিন। ঈদের চতুর্থ দিন থাকছে কথাবন্ধু শারমীনের জমজমাট আয়োজন শারমীন উইথ শাহরুখ। এ ছাড়া বাংলা সিনেমার জনপ্রিয় সব গানের আয়োজন থাকছে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।